সূর্যের স্পর্শ যৌনযাপনকে আরো মধুর করে তোলে

যৌনসঙ্গমের সঙ্গে সূর্যের নানা সম্পর্ক রয়েছে এমনটাই উঠে এসেছে বিভিন্ন প্রাচীন মিথে। তবে শুধু প্রাচীন মিথ নয়, বর্তমান বিজ্ঞানী এবং চিকিৎসকরা স্বীকার করেছেন, সমসাময়িক যাপনেও যৌনতা ও সূর্যের সম্পর্ক যে নিবিড়
আমরা জানি শরীর ও মনকে চাঙা রাখতে সূর্যের আলোর গুরুত্ব অনেক। শরীরের ভিটামিন-ডি তৈরি হওয়ার ব্যাপারে সূর্যের আলোর প্রত্যক্ষ অবদান রয়েছে। আর শরীরে যত বেশি ভিটামিন-ডি-এর উপস্থিতি থাকবে, যৌনযাপন হয়ে উঠবে ততই মধুর, ততই উষ্ণ। এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। ম্যাক্সিম পত্রিকার একটি প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।
বেশ কিছু গবেষণা থেকে জানা গেছে, উপর থেকে প্রত্যক্ষভাবে সূর্যের আলো শরীরে পড়লে ভিটামিন-ডিসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ ভিটামিনের জোগান বেড়ে যায়। এই বিষয়ে লন্ডনের ‘সান’ পত্রিকা স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যালি ডিলক্সের গুরুত্বপূর্ণ মন্তব্য উদ্ধৃত করেছে। ডিলক্সের বক্তব্য, শীতকালের মতো ঋতুতে একধরনের যৌনতাসংক্রান্ত সমস্যার মধ্যে পড়েন অনেকেই।

এসব সমস্যাকে অনেকটাই প্রতিহত করতে পারে সূর্যের আলো। তিনি আরও জানাচ্ছেন, শরীরে বিভিন্ন রাসায়নিক পদার্থের ওপর সূর্যের আলোর ইতিবাচক প্রভাব রয়েছে। যেমন টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনের জন্য সূর্যের আলো খুবই উপযোগী। আর এই টেস্টোস্টেরন হরমোনের ওপরেই নির্ভরশীল মানুষের যৌনযাপন।
নারী-পুরুষ উভয়ের যৌন ইচ্ছা ও যৌনক্ষমতার বৃদ্ধি ঘটাতে সূর্যের আলো উপযোগিতার কথাও উঠে এসেছে ‘সান’-এর প্রতিবেদনে।
গবেষণায় উঠে এসেছে, সূর্যের রোদ প্রত্যক্ষভাবে সপ্তাহে ২ দিন ৩০ মিনিট করে মাখলে বেডরুম পারফরম্যান্স দারুণভাবে কাজে আসে। তাই নির্জন সি-বিচে সঙ্গীকে নিয়ে আনন্দযাপন অথবা বাইরে থেকে রোদ মেখে এসে বেডরুমের আদরের পার্বণ যৌনতার শ্রীবৃদ্ধি ঘটায়।