কালো ঠোঁট উজ্জ্বল করার প্রাকৃতিক উপাদান তৈরী করুন ঘরে বসেই

ঠোঁটের আসল রং কি পারবেন? লাল, গোলাপী, খয়রী নাকি অন্য কোন রং রয়েছে। ঠোঁটের রং যাইহোক না কেন? কালো ঠোঁট দেখতে খুবই খারাপ লাগে। আবার আমরা যারা চা, ধূমপান, কফি কিংবা রোদে পুড়ে কালচে হয়ে যায়। অযথা বিউটি পার্লার বা স্ক্রাব ব্যবহার না করে বাসায় তৈরী করে নিন কালো ঠোঁটকে উজ্জ্বল করার কিছু প্রক্রিয়া।
গোলাপজল:
ঠোঁটের কালো দাগের জম গোলাপজল। রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলার বলে গোলাপজল মিশিয়ে ঠোঁটে মেখে ঘুমিয়ে পড়ুন। এটি করলে ঠোঁটের রক্ত চলাচল বাড়বে, ঠোঁটের দাগও দূর হবে।
শসার জুস:
শশার রস ঠোঁটের বন্ধু। এটিও তুলার বলের সঙ্গে মিশিয়ে মাখতে হয়। তবে সারা রাত মেখে না রাখলেও চলবে। শসার জুস ঠোঁটে মেখে ২০ থেকে ৩০ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের দাগ দূর হওয়ার পাশাপাশি ঠোঁটে সতেজ ভাবও আসবে।
বিট:
এক টুকরা বিট নিয়ে ঠোঁটের ওপর ভালো করে ঘষুন। মিনিট ১৫ পর ধুয়ে ফেলুন। বিটের রস ঠোঁটের পোড়া ভাব দূর করার পাশাপাশি কালচে দাগও উঠিয়ে ফেলে।
বেকিং সোডা:
শুধু বেক করতে নয়, রূপচর্চায়ও প্রয়োজন পড়ে বেকিং সোডার। এর সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে ঠোঁটে মেখে দু-তিন মিনিট পর ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়।
অ্যাপল সিডার ভিনেগার:
পানিতে সমপরিমাণ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে তুলা দিয়ে ঠোঁটে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের কালো দাগ তো দূর হবেই, পাশাপাশি বাড়বে ঠোঁটের উজ্জ্বলতাও।
ঘৃতকুমারী:
শুধু কি শরবতে? রূপচর্চায় ঘৃতকুমারীর ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকেই। ঘৃতকুমারীর রস ঠোঁটে লাগিয়ে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। কালো ঠোঁট আলো ফিরে পাবে।
লেবু-মধু:
যাদের অনেকক্ষণ রোদের মধ্যে কাজ করতে হয়, তাদের ঠোঁট উজ্জ্বল করতে সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে লেবু ও মধু। এ মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ভেজা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। আশানুরূপ ফল পাবেন।