Now Reading
বিশ্বজয়ী হিমার প্রশিক্ষণ শুরুটা ছিল বাবার ধানক্ষেতে

বিশ্বজয়ী হিমার প্রশিক্ষণ শুরুটা ছিল বাবার ধানক্ষেতে

Hima Das

আসামের ধানখেত থেকে উঠে এলেন ভারতের সোনার মেয়ে। ফিনল্যান্ডের মাটিতে আন্ডার-২০ অ্যাথলেটিকস জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ইতিহাস তৈরি করলেন হিমা দাস। ট্র্যাক ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছেন তিনি। প্রসঙ্গত, ট্র্যাক ইভেন্টে এটাই ভারতের প্রথম সোনা।

ফিনল্যান্ডের ট্যামপেয়ারে ৪০০ মিটার দূরত্ব ৫১.৪৬ সেকেন্ডে অতিক্রম করে সোনা ছিনিয়ে নিয়ে ইতিমধ্যেই খবরের শিরোনামে অষ্টাদশী কিশোরী। আসামের নওগাঁও জেলার ধিং গ্রামের মেয়ে হিমার প্রশিক্ষণ হয়েছিল বাবার ধানখেতে। ছোট থেকেই খেলাধুলোয় ডুবে থাকা হিমা স্বপ্ন দেখতেন ফুটবলার হওয়ার। স্কুলের পিটি শিক্ষকের পরামর্শে অ্যাথলেটিক্সে পা রাখেন তিনি। পিটি শিক্ষকের জহুরীর চোখ যে হিরে চিনতে ভুল করেনি, তার প্রমাণ হিমা দিতে শুরু করেছিলেন প্রথম থেকেই। নাইরোবিতে ইউথ ওয়ার্ল্ডস-এর আসরে ২০০ মিটারের দৌড়ে পঞ্চম হয়েছিলেন। এবং এ বছরেই গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথ গেমসে ৪০০ মিটার দূরত্ব ৫১.৩২ সেকেন্ডে পেরিয়ে গিয়ে ষষ্ঠ স্থান দখল করেন তিনি। তাঁর নিরলস চেষ্টার ফসলই এবারের সোনা পদন অর্জন।

দু’ বছর আগে পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে জ্যাভেলিন থ্রো বিভাগে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার হিমার কৃতিত্বে ট্র্যাক ইভেন্টেও সোনা পদক পেল ভারত।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0