Now Reading
‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ পেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা

‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ পেলেন জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা

রুনা লায়লা

রুনা লায়লা। নামটা শুনলেই গান ছাড়া আর কিছু মাথায় আসে না। বাংলাদেশের জনপ্রিয় এই কন্ঠশিল্পী সংগীতাঙ্গনে অসামান্য অবদান রাখার জন্য ফিরোজা বেগম স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন।

৩০ জুলাই বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তিনতলার কক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদক তুলে দেওয়া হয় রুনা লায়লার হাতে। পদক তুলে দেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো কামাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন ফিরোজা বেগম ট্রাস্ট ফান্ডের পৃষ্ঠপোষক ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা এবং সংগীত বিভাগের চেয়ারপারসন টুম্পা সমাদ্দার।

অনুভূতি প্রকাশ করতে মঞ্চে এসে কণ্ঠশিল্পী রুনা লায়লা বলেন, ‘আজ আমার জন্য বিশেষ একটি দিন। এই পুরস্কার আমার জন্য বিশেষ আশীর্বাদ। কারণ, এতে ফিরোজা বেগমের মতো একজন কিংবদন্তি শিল্পীর নাম জড়িত রয়েছে। এটা আমার জন্য সবচেয়ে বড় পদক। আমাদের দেশে যত দিন গান থাকবে, তত দিন ফিরোজা বেগম বেঁচে থাকবেন। দেশ-বিদেশে নজরুলসংগীত ছড়িয়ে দিয়েছেন মূলত ফিরোজা বেগমই। তার সঙ্গে আমার কিছু অনুষ্ঠানে দেখা হয়েছিল। তিনি আমাকে আদর করতেন। সকল শিল্পীকে তিনি উৎসাহ দিতেন। আমাকে এ পদকের যোগ্য মনে করায় সকলকে ধন্যবাদ। আমি ফিরোজা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ফিরোজা বেগম বাংলাদেশের একজন কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী। নজরুলসংগীতকে তিনি বিশ্বের কাছে সমাদৃত করেছেন। ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ তাই সংগীতজগতের পুরোধা ব্যক্তিকে দেওয়া হলো। সংগীতাঙ্গনের আগ্রহ সৃষ্টি ও সুস্থ সংগীত প্রসারে এই পুরস্কার ভূমিকা রাখবে। রুনা লায়লাকে এই পদক দিতে পেরে আমরা গর্ববোধ করছি।’

এই অনুষ্ঠানে রুনা লায়লা ছাড়াও ফিরোজা বেগম স্বর্ণপদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১৭ সালে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া ছাত্রী ঊর্মি ঘোষ। যদিও তার হাতে এদিন পদক তুলে দেওয়া হয়নি, তবে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, এর আগে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন ২০১৬ সালে এবং কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ২০১৭ সালে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা পেলেন এই পুরস্কার।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top