আঙ্গুলে আটকে যাওয়া আংটি খোলার সহজ উপায়

অনেকদিন যাবত আংটি হাত থেকে খোলা হচ্ছে না? কিন্তু অনেকদিন পর যখন হাতে আংটি খুলতে গেলে সমস্যায় পড়তে হতে পারে। অনেক টানাটানি করে আঙুল লাল করে ফেলেছেন কিন্তু আংটি খোলা যাচ্ছে না। কিছু টিসপ অনুসরণ করলে আঙুল ছেড়ে বেরিয়ে আসবে আংটি। কীভাবে? জেনে নিন।
১) যে আঙুলে আংটি পরেছেন, সেই আঙুলে আংটির চারপাশে কিছু লিকুইড ডিশ সোপ ঢেলে দিন। অন্য হাত দিয়ে আংটিটি কয়েকবার ঘুরিয়ে নিজ যাতে আংটির নিচেও সোপ প্রবেশ করতে পারে। এরপর ধীরে ধীরে আংটিটি উপরের দিকে টানুন। দেখবেন আঙুল ছেড়ে আংটি বেরিয়ে আসছে। লিকুইড সোপ ছাড়াও বডি লোশনের সাহায্যেও এ পদ্ধতিতে খুলে আনতে পারেন আটকে যাওয়া আংটি।
২) আটকে যাওয়া আংটি খুলে আনতে পারেন ডেন্টাল ফ্লস বা সুতার সাহায্যেও। এ জন্য সুতাটিকে আংটির নিচ দিয়ে ঢুকিয়ে একটি গিট বেঁধে দিতে হবে। তারপর ধীরে ধীরে ওপরের দিকে টেনে আংটিটি বের করে আনুন।
৩) একটি বাটিতে কিছু পরিমাণ ঠান্ডা পানি নিন। পানিতে কয়েক টুকরা বরফ নিন। ঠান্ডা পানিতে কিছুক্ষণ হাত ডুবিয়ে রাখুন। এরপর হাত বের করে ধীরে ধীরে আংটিটি ওপরের দিকে টানুন। আংটি বের হয়ে আসবে।
What's Your Reaction?
আমি সামিরা ইসলাম। ফেমিনাইরা-তে কন্ট্রিবিউটর হিসাবে কাজ করছি। আমার লেখা কিংবা প্রতিবেদন সম্পর্কে কোনও মতামত থাকলে আমার লেখার নিচে কমন্টে করতে পারনে।