Now Reading
লাল লিপস্টিক কিনতে ৩টি বিষয়ে খেয়াল রাখুন

লাল লিপস্টিক কিনতে ৩টি বিষয়ে খেয়াল রাখুন

লাল লিপস্টিক কিনতে ৩টি বিষয়ে খেয়াল রাখুন

লাল লিপস্টিকের কোনও জুড়ি নেই৷ মনখারাপের দিনে আপনাকে নিমেষে ঝলমলে করে তুলতে পারে লাল লিপস্টিকের ছোঁয়া৷

গায়ের রঙের সঙ্গে মানাবে কিনা, ক্যারি করতে অসুবিধে হবে কিনা, এমন নানা প্রশ্ন মাথায় উঁকি দিতে থাকে৷ কিন্তু বিশ্বাস করুন, লাল এমনই একটা রং যা ফর্সারা যেমন ক্যারি করতে পারেন, তেমনি মধ্যমবর্ণা বা শ্যামাঙ্গীরাও পরতে পারেন নির্দ্বিধায়৷ আর লাল মানে কি শুধুই লাল? ক্রিমসন, স্কারলেট, রুবি, গার্নেট – আপনার গায়ের রং আর ব্যক্তিত্বের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক লালের শেড রয়েছে হাতের কাছেই!

তাই এ বছর পুজো দরজায় কড়া নাড়ার আগেই কিনে ফেলুন মনের মতো একটা লাল লিপস্টিকের শেড৷ ভাবছেন লালের অসংখ্য শেডের মধ্যে কোনটা আপনার পক্ষে সবচেয়ে মানানসই?

আর একভাবেও বুঝে নিতে পারেন আন্ডারটোন৷ আপনাকে যদি রুপোর গয়নায়, নীল অথবা নীলচে লাল পোশাকে বেশি মানায়, তা হলে আপনার কুল আন্ডারটোন৷ যদি সোনার গয়না অথবা হলুদ বা কমলায় আপনি বেশি ঝলমল করেন, তা হলে আপনার ওয়ার্ম আন্ডারটোন৷

লাল লিপস্টিক
লাল লিপস্টিক

লাল লিপস্টিক বাছবেন কীভাবে?

১. ত্বকের মতো লিপস্টিকেরও আন্ডারটোন রয়েছে৷ আপনি যদি খুব উচ্চকিত মেকআপ না চান, তা হলে ত্বকের আন্ডারটোনের সঙ্গে মিলিয়ে লিপস্টিক কিনুন৷ কিন্তু যদি ঝলমলে হয়ে উঠতে চান, তা হলে ম্যাচ করানোর কোনও দরকার নেই৷

২.. সাধারণত ফরসা ত্বকে একটা গোলাপি আভা থাকে, তাই নীল আন্ডারটোন যুক্ত লিপস্টিকে বেশি ভালো লাগে ফরসা মেয়েদের৷ মাঝারি গায়ের রং যাঁদের, তাঁরা নির্দ্বিধায় কিনতে পারেন কমলা ঘেঁষা লাল৷ আর শ্যামাঙ্গীরা চোখ বন্ধ করে গাঢ় লাল শেড পরুন৷

৩. লিপস্টিকের ফিনিশিংটাও একইরকম জরুরি৷ শিয়ার, ম্যাট, গ্লস, যাতে সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন, সেটাই পরুন নির্দ্বিধায়৷

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top