Now Reading
দাম্পত্য জীবনে সুখী হতে ৭বিষয় মেনে চলুন

দাম্পত্য জীবনে সুখী হতে ৭বিষয় মেনে চলুন

দাম্পত্য জীবন

একটি পরিবার মানেই হল একটি সম্পর্ক। দাম্পত্য জীবনে ঘটতে পারে নানা ধরনের ঘটনা। একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে দরকার পরস্পরের প্রতি মনোযোগ, ভালোবাসা আর দায়িত্ববোধ। সুখী দম্পতি যাঁরা, তাঁদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন সে কথা।

সম্পর্ক টিকিয়ে রাখতে কোন ব্যাপারটা ক্লিক করবে সেটা এক একজন দম্পতির ক্ষেত্রে এক একরকম। আপনার দাম্পত্যজীবন কতটা সুখী? নিচের পয়েন্টগুলোয় চোখ বুলিয়ে নিন আর জেনে নিন উত্তর।

১. সুখী দম্পতিরা অন্যদের দাম্পত্যজীবনের সঙ্গে নিজেদের তুলনা করেন না। কোনও দুটো সম্পর্ক যে একরকম হতে পারে না, তাঁরা জানেন সেটা।

২. সঙ্গীর কোনও কাজ বা আচরণ পছন্দ না হলে তাঁরা সে ব্যাপারে নিজেদের বন্ধু বা অন্য আত্মীয়দের কাছে নালিশ করেন না। বরং নিজেদের মধ্যে খোলামেলা কথা বলেই মিটিয়ে নেন।

৩. কোনও কারণে মতের অমিল হলে তাঁরা অন্যায়ভাবে অপরকে আক্রমণ করেন না, রাগ পুষে রাখেন না বা অনন্তকাল ধরে ব্যাপারটা টেনে নিয়ে যান না

৪. অবসরের সময়টা তাঁরা একসঙ্গে কাটাতে চেষ্টা করেন। দু’জনের পছন্দের কাজ, পছন্দের বিষয় নিয়ে গল্প করেই কেটে যায় সময়টা।

৫. তাঁরা নিজেদের সামনে আদর্শ দাম্পত্যের কোনও মাপকাঠি রাখেন না। নিজেদের মাপকাঠি তাঁরা নিজেরাই ঠিক করে নেন।

৬. সুখী দম্পতিরা জানেন কোনও মানুষ একেবারে নিখুঁত নয়। নিজেদের ছোটখাটো দোষত্রুটি সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল ও সে সবের সঙ্গে মানিয়ে নিতেও জানেন।

৭. সাংসারিক দায়িত্ব তাঁরা ভাগ করে নেন এবং সে ব্যাপারে কোনও বৈষম্য রাখেন না।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top