Now Reading
ঝলমলে হয়ে উঠুন পুজোসন্ধের সাজে

ঝলমলে হয়ে উঠুন পুজোসন্ধের সাজে

ঝলমলে হয়ে উঠুন পুজোসন্ধের সাজে

পুজোর প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে৷ মাঝে মাত্র দু’ একটা দিনের অপেক্ষা, তার পরেই মহাসমারোহে শুরু হয়ে যাবে মহাসপ্তমীর পুজো৷ এখন থেকেই প্রতিমা দর্শনের ঢল নেমেছে মণ্ডপে মণ্ডপে৷ আলোর মালায় ঝলমলে হয়ে উঠেছে কলকাতা৷ ভাবছেন অফিসের পরেই বেরিয়ে পড়বেন পুজো দেখতে? তা হলে ঝটপট সেজেগুজে নিন নিচের মেকআপ টিপসগুলো মেনে আর আরও ঝলমলে করে তুলুন পুজোর রাত!

1. গোড়াতেই মুখে ভালো করে থার্মাল ওয়াটার বা ফেস মিস্ট লাগিয়ে নিন৷ ত্বক তরতাজা হয়ে উঠবে৷

2. ঠোঁটে লিপবাম লাগান৷ মুখ নরম সতেজ দেখানোর অন্যতম ধাপ কোমল ঠোঁট৷

3. মুখে ভালো করে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। মুখ আর্দ্র ও মসৃণ দেখাবে৷

4. পরিষ্কার নিখুঁত বেস তৈরি করতে লাগান ফাউন্ডেশন৷

5. মুখে কালো দাগছোপ থাকলে কনসিলার দিয়ে ঢেকে দিন৷ চোখে বাড়তি উজ্জ্বলতা আনতে কনসিলার লাগান চোখের কোলেও৷

6. গালের নরম অংশে ম্যাট ব্রোঞ্জার লাগান৷ মুখ ধারালো দেখাবে৷

7. গালের উপরের হাড়ে পর্যাপ্ত হাইলাইটার লাগান৷ মুখ হয়ে উঠবে কোমল ও দীপ্তিময়৷

8. চোখের উপরের পাতার জন্য দরকার রোজ় গোল্ড রঙের আইশ্যাডো৷

9. চোখের পলক ঘন কালো করে তুলতে দরকার কয়েক কোট মাস্কারা৷

10. ঠোঁটে লাগিয়ে নিন গাঢ় লাল লিপস্টিক৷ রাতের মেজাজের সঙ্গে তাল মেলাতে লালের কোনও জুড়ি নেই!

11. এবার কেশচর্চার পালা৷ হালকা আঁচড়ে বা ব্রাশ করে ছাড়িয়ে নিন চুলের জট৷ কোমল ঢেউখেলানো চুলের জন্য প্রথমে খানিকটা টেক্সচারাইজ়িং মিস্ট স্প্রে করে নিন, তারপর আঙুল চালিয়ে জট ছাড়িয়ে নিন৷ চুলের তলার দিকটা স্ক্রাঞ্চ করে নিলে বাড়তি ভল্যুম আসবে৷

12. মাথার উপরের দিকে অর্ধেকটা চুলে পনিটেল বাঁধুন৷ ভল্যুম আনতে পনিটেলের নিচের দিকটা ব্যাককোম্ব করে নিন৷ প্রথম পনিটেলের ঠিক নিচে বাকি চুলটা নিয়ে আর একটা পনিটেল বাঁধুন৷ ব্যস, আপনার হেয়ারস্টাইল রেডি! এবার বেরিয়ে পড়ুন ঠাকুর দেখার অভি়যানে!

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top