Now Reading
পাতলা ঠোঁট সুন্দর করার টিপস

পাতলা ঠোঁট সুন্দর করার টিপস

পাতলা ঠোটের টিপস

যাঁরা নিয়মিত মোটামুটি সাজগোজ করতে অভ্যস্ত, তাঁরা জানেন মুখে সম্পূর্ণ ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চোখের মতোই ঠোঁটের মেকআপও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু যাঁদের ঠোঁট খুব পাতলা, তাঁদের ক্ষেত্রে ঠিকমতো ঠোঁটের মেকআপ করাটা একটু মুশকিলের। যদি সহজেই পাতলা ঠোঁট আর একটু ভরাট করে তুলতে চান, তা হলে মেনে দেখতে পারেন নিচের কৌশলগুলো।

পেপারমিন্ট অয়েল ঘষে নিন

চটপট ফোলা ঠোঁট পেতে পেপারমিন্ট অয়েলের বিকল্প নেই। পেপারমিন্ট অয়েল ঠোঁটে লাগালে ঠোঁট একটু জ্বালা করবে, লালচে হয়ে উঠবে ও সামান্য ফুলে উঠবে। কিন্তু এ থেকে কোনওরকম ক্ষতির আশঙ্কা নেই। তাই নির্ভয়ে লাগাতে পারেন।

ব্রাউন সুগার স্ক্রাব

নারকেল তেলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে ঠোঁটে মাসাজ করুন। এতে ঠোঁটের রক্ত সঞ্চালন বাড়বে, ঠোঁট স্বাভাবিকভাবে ফোলা দেখাবে।

দারচিনি এসেনশিয়াল অয়েল

ঠোঁটে আলগা করে দারচিনির নির্যাস লাগালে ঠোঁট লালচে ও টুসটুসে দেখায়।

ক্যাপসিকাম অয়েল

বাড়তি ফোলাভাবের জন্য ঠোঁটে ক্যাপসিকাম অয়েল লাগিয়ে দেখতে পারেন। খুব সামান্য পরিমাণ লাগালেই ঠোঁটে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, ঠোঁট ফুলেও উঠবে।

হাইলাইটার ব্যবহার করুন

ঠোঁটের উপরের খাঁজে হাইলাইটার লাগান এবং নিচের ঠোঁটে লাগান শিমারিং বাম বা লিপ গ্লস। শিমারে আলো প্রতিফলিত হয়ে পাতলা ঠোঁট পুরুষ্টু দেখাবে।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top