Now Reading
জেনে নিন নিখুঁত ফাউন্ডেশনের সেরা কৌশল

জেনে নিন নিখুঁত ফাউন্ডেশনের সেরা কৌশল

জেনে নিন নিখুঁত ফাউন্ডেশনের সেরা কৌশল

নিয়মিত মেকআপ করার অভ্যেস রয়েছে যাঁদের, তাঁরা এ সমস্যার কথা বিলক্ষণ জানেন। যাঁরা মেকআপ করতে শুরু করেছেন, তাঁরাও এই সমস্যায় পড়তে বাধ্য। ফাউন্ডেশন ব্লেন্ডিং করার সমস্যার কথা বলছি। হয়তো নিখুঁত করে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন লাগালেন, অথচ ঘণ্টাদুই যেতে না যেতেই মুখে ছোপ ছোপ দাগ বা কেকের মতো কৃত্রিম ফিনিশ! অথচ কিছু প্রাথমিক উপায় অবলম্বন করেই ফাউন্ডেশন বিপর্যয় এড়ানো সম্ভব।

ময়শ্চারাইজ়ার লাগান

ত্বক আর্দ্র থাকলে ফাউন্ডেশন ব্লেন্ড করা সহজতর হয়। সাধারণত আপনার মুখে যতটা ময়শ্চারাইজ়ার লাগানোর দরকার হয়, ফাউন্ডেশন লাগানোর সময় সেই পরিমাণটা দ্বিগুণ করে দিন। সারা মুখে ফোঁটা ফোঁটা করে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে অথবা স্পঞ্জের সাহায্যে ত্বকে চেপে চেপে মেখে নিন। তাতে মেকআপের ভালো বেস তৈরি হবে।

প্রাইমার ব্যবহার করুন

ত্বকের ধরনের সঙ্গে মানানসই প্রাইমার নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মেকআপ সেটিং স্প্রে-ও ব্যবহার করতে পারেন। মিনিট দুই অপেক্ষা করুন যাতে প্রাইমারটা পুরোপুরি শুষে যায়।

ব্লেন্ড করুন ভালো করে

নিখুঁত ফাউন্ডেশন লাগানোর মূল কথা হল নিখুঁত ব্লেন্ডিং। অন্তত দু’ মিনিট ধরে ব্লেন্ড করতেই হবে। হেয়ারলাইন বরাবর, নাকের দু’পাশে আর কানের দিকটা ভালো করে ব্লেন্ড করুন যাতে খাপছাড়া না দেখায়। বেশি ঘষে ঘষে ব্লেন্ড করবেন না, হালকা হাতে চেপে চেপে মিশিয়ে দিন। হয়ে গেলে এক পরত টিস্যু পেপার নিয়ে একইভাবে চেপে চেপে বাড়তি ফাউন্ডেশনটুকু তুলে ফেলুন। তাতে ফাউন্ডেশন শুকনো হয়ে যাবে, স্থায়ীও হবে বেশি।

পাউডার লাগিয়ে নিন

ব্রাশ দিয়ে ফাউন্ডেশনের উপর হালকা করে এক কোট পাউডার লাগান। অল্প পাউডার লাগালেই হবে। মুখের যে অংশগুলো দ্রুত তেলতেলে হয়ে যায়, সেই অংশগুলোয় জোর দিন। দিনভর ফাউন্ডেশন থাকবে একদম টিপটপ।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top