Now Reading
সাজিয়ে তুলুন আপনার অফিসের ডেস্ক

সাজিয়ে তুলুন আপনার অফিসের ডেস্ক

সাজিয়ে তুলুন আপনার অফিসের ডেস্ক

দিনের মধ্যে প্রায় সবটুকু সময় আপনি অফিসে কাটান? বাড়িটা সুন্দর করে গুছিয়ে রাখার ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকি, অফিসের ডেস্ক নিয়ে আমাদের মাথাব্যথা নাই? আর সেই কারণেই ডেস্কে অনেক হয়ে পড়ে থাকে পুরোনো কাগজপত্র, কালি ফুরিয়ে যাওয়া কলম, অজস্র স্টেশনারি, বাতিল প্রিন্ট আউটের গোছা ইত্যাদি৷ চেষ্টা আর ইচ্ছে থাকলেই কিন্তু আপনি অল্প একটুখানি জায়গাকেও খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন৷ জানতে চান তা কীভাবে সম্ভব?

আজকাল কোনও অফিসের ডেস্কেই সাধারণত খুব বেশি জায়গা থাকে না৷ কিন্তু অন্ততপক্ষে তিন-চারটি ড্রয়ার নিশ্চয়ই বরাদ্দ আছে আপনার জন্য? তার মধ্যে একটিতে বাড়তি এক সেট পোশাক, শাল/ জ্যাকেট, রেনকোট, ময়েশ্চরাইজ়ার, লেন্সের সলিউশন এবং একটি কেস ইত্যাদি রাখুন অবশ্যই৷ বাকি ড্রয়ারগুলিতে অফিসের জরুরি কাগজপত্র, ফাইল ইত্যাদি গুছিয়ে রাখুন৷ জিনিসপত্র রাখার জায়গার অভাব হলে সাহায্য নিতে পারেন ডিট্যাচেবল হুকের, মনিটরের পিছনের দেওয়ালে তা লাগিয়ে জিনিসপত্র রাখতে পারেন৷

ডেস্কের উপরটা ফাঁকা রাখা একান্ত প্রয়োজনীয়৷ তা না হলে দেখবেন কাজে মন বসাতেও অসুবিধে হচ্ছে৷ কোনও অপ্রয়োজনীয় কাগজ ডেস্কে রাখবেন না, গাদা-গাদা প্রিন্ট আউট নেওয়ার অভ্যেস থাকলে এখনই পরিবর্তন করুন৷ পেন রাখার জন্য হোল্ডার ব্যবহার করুন৷ অনেকেই জরুরি নোট সফট বোর্ডে বা মনিটরের প্যানেলে লাগিয়ে রাখেন, কাজ হয়ে গেলে সেগুলি খুলে ফেলে দিন৷ তা না হলে নোটের চাপে সফট বোর্ড মুখ লুকোবে৷

বিভিন্ন সমীক্ষায় জানা গিয়েছে, বদ্ধ এবং কৃত্রিম আলোয় উজ্জ্বল অফিস স্পেসে যদি কিছু গাছ রাখা যায়, তা হলে মন আর চোখ তৃপ্তি পায়৷ আপনিও ডেস্কে গাছ বা ফুল রাখতে পারেন৷ নার্সারিতে গিয়ে জেনে নিন কোন গাছ অল্প আলো-বাতাস ও যত্নেও ভালো থাকে৷ তবে সহকর্মীদের কারও ফুলের গন্ধে বা পরাগরেণুতে অ্যালার্জি আছে কিনা সেটাও জেনে নিতে ভুলবেন না কিন্তু!

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top