Now Reading
উচ্ছল সাজে সেজে উঠুন জয়ার মতো

উচ্ছল সাজে সেজে উঠুন জয়ার মতো

সপ্তাহান্তে সেজে উঠুন জয়ার মতো উচ্ছল সাজে

সারা সপ্তাহের ব্যস্ততার শেষে অবশেষে উইকএন্ড! ঠিক যেন একমুঠো খোলা হাওয়ার মতো! ছুটির দিনে বসন্তের হাওয়ায় গা ভাসিয়ে একটু সাজগোজ না করলে কি চলে? আর প্রতিবার একইরকম মেকআপ করবেন কেন? ঠান্ডা-গরমে মেশা এই মরশুমে একটু ছকভাঙা সাজ সেজে দেখুনই না, কেমন সবার নজর ঘুরে ফিরে আপনার উপরেই এসে আটকে থাকে!

সাধারণত জয়া এহসানকে আমরা ট্রাডিশনাল সাজপোশাকে দেখেই অভ্যস্ত। কিন্তু জয়াও যে চাইলে অন্যরকম সাজতে পারেন, এবং সে সাজে তাঁকে দারুণ আকর্ষণীয় দেখায়, তার প্রমাণ সদ্য ইনস্টাগ্রামে পোস্ট করা জয়ার এই ছবিটি। ফ্রিঞ্জকাট চুল, মোহময়ী চোখ আর প্যাস্টেল গোলাপি ঠোঁটে যেন কিশোরীবেলাকে ফের ছুঁয়ে ফেলেছেন জয়া! বসন্তের দুপুর আর বিকেলগুলোর জন্য জয়ার এই সাজটি এক্কেবারে আদর্শ। কপি করে ফেলুন, আর জয়ার মতোই হয়ে উঠুন ফুরফুরে!

1. মুখ পরিষ্কার করে ময়শ্চারাইজ় করে নিন। প্রাইমার লাগাতে হবে এরপর। দীর্ঘক্ষণ তরতাজা স্বাভাবিক লুক ধরে রাখতে ময়শ্চারাইজ়ারের পরেই প্রাইমার লাগানোর কোনও বিকল্প হয় না! ফাউন্ডেশন না লাগালেও মসৃণ ফিনিশিং পাবেন।

2. ইচ্ছে করলে এর পর ফাউন্ডেশন লাগাতে পারেন। ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন মেখে নিন। ভালো করে ব্লেন্ড করা জরুরি। ফাউন্ডেশন মাখতে ইচ্ছে না করলে বিবি বা সিসি ক্রিম দিয়েও কাজ চলে যাবে।

ভুরু ভালো করে ব্রাশ করে নিন। ভুরু ঠিকমতো শেপে থাকাও জরুরি। কোথাও ফাঁক থাকলে আই ব্রো পেনসিল দিয়ে ভরাট করে নিন।

ভুরুর নিচের হাড়ে, চোখের কোলের ঠিক নিচ বরাবর, নাকের উপরে আর চিবুকে সামান্য হাইলাইটার বুলিয়ে নিলে মুখ অসম্ভব উজ্জ্বল দেখাবে।

চোখের উপরের পাতায় ধূসর রঙের আইশ্যাডো লাগান। চোখের ভিতর দিকের কোনায় একটুখানি সিলভার শ্যাডো লাগিয়ে ব্লেন্ড করে দিন।

কালো আই পেনসিল দিয়ে ল্যাশলাইন বরাবর রেখা টানুন। চোখের নিচের পাতাতেও গাঢ় করে কাজল পরুন। হালকা করে দু’ কোট মাস্কারা লাগান।

ছবিটি দেখেই বুঝতে পারছেন, জয়ার আই মেকআপের আসল রহস্যটা লুকিয়ে আছে ওঁর চোখের মণিতে। হালকা অলিভ রঙের কনট্যাক্ট লেন্স পরেছেন জয়া। আপনিও যদি চান চেনা চোখের ভাষায় অচেনা ইশারা আনতে, তা হলে রঙিন লেন্স পরতেই পারেন। হালকা ব্রাউন, অলিভ, হেজ়েলনাট, গাঢ় বাদামি, নানা রঙের লেন্স পাওয়া যায়। ব্যক্তিত্ব আর গায়ের রঙের সঙ্গে মিলিয়ে বেছে নিন।

বড়ো গোল ব্রাশে হালকা প্যাস্টেল গোলাপি ব্লাশার নিয়ে গালের নরম অংশ থেকে শুরু করে লম্বা লম্বা স্ট্রোকে কানের পাশ পর্যন্ত লাগান। খুব ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে দিন যাতে হালকা গোলাপি আভা ছাড়া আর কিছু বোঝা না যায়।

গোলাপি লিপ লাইনার দিয়ে নিখুঁত করে ঠোঁটের আউটলাইন এঁকে নিন। প্যাস্টেল শেডের ম্যাট গোলাপি লিপস্টিক দিয়ে ভরাট করুন। উপরের ঠোঁটের খাঁজে একছিটে হাইলাইটার লাগিয়ে নিলে মুখ ঝলমল করবে।

এবার চুলের পালা। জয়া চুলটা সামনের দিকে চাইনিজ় কাট করে ফেলে রেখেছেন। আপনিও জয়াকে অনুসরণ করতে পারেন। অথবা একটু ধার ঘেঁষে সিঁথি করলেও মুখ অন্যরকম দেখাবে।

পছন্দসই হালকা রঙের পোশাক পরে নিন। বসন্তকে গুনে গুনে গোল দিতে আপনি তৈরি!

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top