জীবনের শ্রেষ্ঠ নারীকে ধন্যবাদ দিন প্রথম আলোর মাধ্যমে

জীবনে চলার পথে, ভালো-মন্দে, চরাই-উৎরাই এ কোন না কোন বিশেষ নারীর অবদান থাকে। যাদের সহযোগিতা, ভালোবাসা, নিরলস শ্রম, ত্যাগ, সাহস কিংবা অনুপ্রেরণা আমাদের জীবনকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। এমনই কোন নারী যার অবদান আপনার জীবনে অনস্বীকার্য। হয়তো সেই শ্রেষ্ঠ নারী আপনার মা, বোন, স্ত্রী, খালা, শিক্ষিকা কিংবা প্রিয় বান্ধবী। যাদের হয়তো আপনি ধন্যবাদ জানানোর সুযোগ পান নি। এবারের আন্তর্জাতিক নারী দিবসে আপনার জীবনের সেই শ্রেষ্ঠ নারীকে ধন্যবাদ জানিয়ে কিছু লিখে পাঠান প্রথম আলোর কাছে। আপনার লেখা আমরা পাঠিয়ে দিবে প্রথম আলো আপনার জীবনের শ্রেষ্ঠ সেই নারীর কাছে। লেখা পাঠানোর শেষ সময় ৭ই মার্চ ২০১৯
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী
১। আপনার জীবনের শ্রেষ্ঠ নারীকে ধন্যবাদ জানিয়ে লিখুন আপনার জীবনে তার অবদানের গল্প এবং পাঠিয়ে দিন প্রথম আলোতে।
২। সেই শ্রেষ্ঠ নারীর ছবি ও আমাদের পাঠান এবং জানান তার সাথে আপনার কি সম্পর্ক।
৩। বাংলাদেশের নারী ও পুরুষ প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায়।
৪। লেখা পাঠাতে পারবেন প্রথম আলোর ওয়েবসাইটে।
৫। আপনাদের পাঠানো লেখা থেকে বিচারকরা বেছে নেবেন সেরা ১০ টি লেখা।
৬। সেরা ১০ বিজয়ীদের জীবনের শ্রেষ্ঠ নারীদের কাছে পৌঁছে দেওয়া হবে ধন্যবাদ জানানো সেই গল্প এবং ছোট্ট একটি উপহার।
৮। এই প্রতিযোগিতায় প্রথম আলো ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এর কোন কর্মী অংশগ্রহণ করতে পারবেন না।
অংশগ্রহণ করতে ভিজিট করুন: Prothomalo.com/best-woman