Now Reading
অভিনেত্রী মিথিলার সাথে পরিচালক সৃজিতের বিয়ের গসিপ

অভিনেত্রী মিথিলার সাথে পরিচালক সৃজিতের বিয়ের গসিপ

ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই সেখানে গসিপ বা নানা কথা থাকবেই। আর পরিচালকের সঙ্গে অভিনেত্রীর প্রেম তো অতি পুরনো কথা। অনেক আগে ধরে হলিউড বা বলিউডে এই ধরনের গুজব শোনা যায়। বাংলাদেশ কিংবা কলকাতা এর ব্যতিক্রম নয়। এখানেও একাধিক পরিচালকের সাথে পরকীয়ার গসিপ রয়েছে অনেক অভিনেত্রীর। এই তালিকায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নাম অনেকটাই উপরে রয়েছে। স্বস্তিকা, জয়া আহসানের মতো অভিনেত্রীদের সঙ্গে জড়িয়েছিল সৃজিতের নাম। তাঁরা এখন ‘অতীত’।

ইদানিং বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তিনি বাংলাদেশের বেশ জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও গায়িকা। জুই নারকেল তেলের বিজ্ঞাপনের মাধ্যমে উঠে আসা এই অভিনেত্রী অনেকদিন যাবত কাজ করছে বিনোদন জগতে।

শনিবার রাতে একটি পার্টিতে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের নামকরা অভিনেত্রী মিথিলা। উইকিপিডিয়া সূত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মার্স্টার্স করেছেন তিনি। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনার চাকরিও করেছেন। এছাড়া বাংলাদেশ, নেপাল, উগান্ডা, তানজানিয়া, দক্ষিণ সুদান, আফগানিস্তান মতো দেশের শিশুদের উন্নয়ন নিয়ে কাজ করেছেন তিনি। ২০০২ সালে তিনি মডেলিং শুরু করেন। এরপর থিয়েটারে ও টেলিভিশনে অভিনয় শুরু করেন। চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর। সৃজিতের সঙ্গে তাঁর অনেক বিষয়ে মিল রয়েছে। দু’জনের পছন্দও অনেকাংশে এক। তাই বন্ধুত্ব হতে সময় লাগেনি। ক্রমে সেই বন্ধুত্ব ঘনিষ্ঠতার পর্যায়ে পৌঁছয়। দু’জনের সঙ্গেই গায়িকা সাহানা বাজপেয়ীর সম্পর্ক ভাল।

তবে এ ব্যাপারে সৃজিত বা মিথিলার স্বীকারক্তি পাওয়া যায় নি। তিনি জানিয়েছেন, একটি মিউজিক ভিডিও শুট করতে কলকাতায় এসেছেন মিথিলা। বাংলাদেশি জনপ্রিয় গায়ক অর্ণবের গান সেটি। অর্ণবের বোন মিথিলা। ভিডিওটি পরিচালনা করছেন একলব্য চৌধুরি। তিনি শুধু মিথিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মাত্র। যা গুজব শোনা যাচ্ছে, সেটা শুধু গুজবই। এনিয়ে কোনও কথা বলতে চিনি চান না। অন্য অনেক বিষয় নিয়ে আলোচনা করার রয়েছে। এসব নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনও মানে হয় না।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top