Now Reading
মাইডাসে চলছে ক্রাফটসম্যান জুতা ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী

মাইডাসে চলছে ক্রাফটসম্যান জুতা ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী

মাইডাসে চলছে ক্রাফটসম্যান জুতা ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী

রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বারে অবস্থিত মাইডাস সেন্টারে চলছে দুই দিনব্যাপী জুতা ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী। ক্রাফটসম্যান ফুটওয়্যারের আয়োজনে এ প্রদর্শনী ১০ মে শুরু হয়ে চলবে ১১ মে পর্যন্ত।

ইতালিয়ান ডিজাইনার কর্তৃক ডিজাইনকৃত ক্রাফটসম্যান ফুটওয়্যারে রয়েছে জুতা, ব্যাগসহ চামড়াজাত অন্যান্য এক্সেসরিজের বিপুল সমাহার। ১০০টিরও বেশি পণ্য এ প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

মাইডাসে তাদের প্রদর্শনীতে ছিল উপচে পড়া ভিড়। হস্তজাত এ চামড়াত কোম্পানির জুতা ও অন্যান্য সামগ্রী তৈরি করার প্রক্রিয়া এ প্রদর্শনীতে দেখানো হয়, যা আগত দর্শনার্থীরা ঘুরে ঘুরে ঘুরে দেখেন।

প্রদর্শনীতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অলিউর রহমান বলেন, ‘সরাসরি জুতা তৈরি করা দেখে অনেকে ভাল লাগলো। আমি এক জোড়া জুতা ও একটি লেডিস ব্যাগ তৈরির অর্ডার দিলাম।’

প্রদর্শনী সম্পর্কে ক্রাফটসম্যান ফুটওয়্যারের চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম বলেন, ‘ঈদে সবাই লাইফস্টাইলের নানা পণ্য কেনাকাটা করে। আমরা নতুন ব্র্যান্ড হিসেবে এই সময়টিকে বেছে নিয়েছি যাতে সবাই আমাদের পণ্য দেখতে পারেন, পছন্দ হলে কিনতে পারেন। প্রদর্শনীতে আমরা জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্য হাতে তৈরি করার প্রক্রিয়া দেখাচ্ছি, আশাকরি এটা দেখে অনেকেই মুগ্ধ হবেন।’

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top