কাউকে পছন্দ হয়ে গেলে দেরি না করে প্রস্তাব দিন

তিনি হতে পারেন কর্মস্থলের সহকর্মী, একই পাড়ার বাসিন্দা অথবা নেহাতই যাওয়া আসার পথে পরিচিত কেউ। সে তিনি যিনিই হোন, কথাটা হল আপনার তাঁকে ভালো লাগছে। তিনিও যে আপনাকে অপছন্দ করেন তা নয়, কিন্তু সাধারণ পছন্দ-অপছন্দের সীমা পেরিয়ে সে ভালো লাগাটা তাঁর দিক থেকে কতটা গভীর, সেটা আপনি বুঝতে পারছেন না। অথচ বুঝতে চাইছেন এবং তাঁর দিক থেকে সাড়া পেলে সম্পর্কটা বন্ধুত্বের বেড়া পেরিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে তৈরি আপনি। ওঁর এগিয়ে আসার অপেক্ষা করবেন না, বরং প্রথম পদক্ষেপটা আপনার দিক থেকেই হোক। শুধু খেয়াল করে দেখে নিন ওঁর হাবভাব বা বডি ল্যাঙ্গোয়েজ আপনাকে কোনও ইঙ্গিত দিচ্ছে কিনা।
ওঁর শরীরী ভাষাটা খেয়াল করুন
যতই লুকোনোর চেষ্টা করি না কেন, মনের কথা আমাদের বডি ল্যাঙ্গোয়েজের মধ্যে দিয়ে একটু হলেও বোঝা যায়। উনি আপনার সঙ্গে কীভাবে কথা বলছেন, কীভাবে তাকাচ্ছেন, মেসেজে কী লিখছেন, এগুলো একটু খেয়াল করুন। হয়তো উনি সরাসরি প্রস্তাব দিতে লজ্জা পাচ্ছেন। এরকম হলে নিজেই এগোতে দ্বিধা করবেন না।
উনি কি সারাক্ষণ আপনাকে নিয়ে প্ল্যান করছেন?
আপনার সঙ্গে দেখা করার নানা ছুতো কি উনি মাঝেমাঝেই খুঁজে বের করতে থাকেন? সিনেমা দেখা, রেস্তোরাঁয় যাওয়া, একসঙ্গে সময় কাটানোর নানা প্রস্তাব কি মাঝেমধ্যেই ওঁর কাছ থেকে পাচ্ছেন আপনি? বিশেষত এই সাক্ষাৎগুলোয় কি উনি অন্য বন্ধুবান্ধবের উপস্থিতি চান না? তা হলে এটা কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত!
উনি চান আপনাকে সাহায্য করতে
আপনার সমস্ত প্রয়োজনে কি উনি সব সময় হাজির থাকেন? তেমন হলে কিন্তু উনি আপনাকে ইমপ্রেস করার চেষ্টাই করছেন। এমন পরিস্থিতিতে আপনিও দু’ পা এগিয়ে দেখতেই পারেন!
আপনার অন্য পুরুষ বন্ধুদের নিয়ে ওঁর প্রতিক্রিয়া
আপনি অন্য কোনও পুরুষ বন্ধুর সঙ্গে সময় কাটালে কি উনি মনঃক্ষুণ্ণ হন? বারবার বোঝাতে চান ওই পুরুষটি কেন আপনার উপযুক্ত নয়? উনি হয়তো বোঝাতে চাইছেন আপনার জন্য উনিই সঠিক পুরুষ।
উনি নিজেকে সিঙ্গল বলেন
সারাক্ষণ নিজের সিঙ্গলহুড নিয়ে কথা বলাটা কিন্তু একটা বড়ো লক্ষণ। এর অর্থ উনি আপনাকে জানিয়ে দিচ্ছেন উনি ফাঁকা আছেন এবং চাইলে ওঁর সঙ্গে আপনি বিশেষ বন্ধুত্ব করতেও পারেন! দেরি করবেন না, প্রস্তাবটা দিয়েই ফেলুন!
What's Your Reaction?
আমি প্রিয়াংকা, ঘুড়তে যেতে আমার খুব ভাল লাগে। আমি সুযোগ পেলে প্রায়ই ভ্রমণ করি। নারী হিসেবে কেন আমি অদম্য থাকবো? নারী বলে আজ আমি নিজেকে আরো বিকোশিত করার সুযোগ পাচ্ছি।