Now Reading
গরম আর আর্দ্র আবহাওয়ার জন্য হেয়ারস্টাইল

গরম আর আর্দ্র আবহাওয়ার জন্য হেয়ারস্টাইল

খাতায় কলমে বর্ষা শুরুর সময় এসে গেলেও বৃষ্টি পড়তে দেরি আছে। কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি যে সারাক্ষণই ঘাম হচ্ছে, গুমোট আবহাওয়ায় সকাল থেকেই একটা অস্বস্তির ভাব! এরকম পরিস্থিতিতে প্রথম প্রভাবটা পড়ে আমাদের চুলের উপর। বিশেষ করে যাঁদের লম্বা চুল, তাঁদের সমস্যাটা হয় বেশি। চুলের গোড়ায় ঘাম জমে, চুল চটচটে, রুক্ষ হয়ে যায়। এরকম সময়ে নিয়মিত শ্যাম্পু আর কন্ডিশনিং করে চুল পরিষ্কার তো রাখতেই হবে, তার সঙ্গে দরকার সঠিক হেয়ারস্টাইল। আপনাদের সুবিধের জন্য আমরা নিয়ে এসেছি বলিউড সেলেবদের কিছু বাছাই করা হেয়ারস্টাইল। আপনিও ট্রাই করে দেখতে পারেন, তাতে স্টাইলও হবে, চুলও ভালো থাকবে।

 

View this post on Instagram

 

#hairdeets??#eleganthun??#halfbun #effortlesshalfup#aboutlastnight✨

A post shared by KK (@therealkarismakapoor) on

অর্ধেকটা চুল দিয়ে এলোমেলো হাফ টপ নট বেঁধে নিন। মুখে চুল পড়বে না, অল্প চুল খোলা থাকলে দেখতেও ভালো লাগবে।

 

View this post on Instagram

 

A post shared by Alia ? (@aliaabhatt) on

হালকা ওয়েভ আছে এমন চুলে এই স্টাইলটি আদর্শ। চুলের রুক্ষতা কমবে, দেখতেও মিষ্টি লাগবে!

 

View this post on Instagram

 

Textured messy pony, brown smokey eyes, peachy pink lips! ?? Hair by @aasifahmedofficial Makeup by @ashima.kapoor

A post shared by Kriti (@kritisanon) on

গোটা চুলটা জড়ো করে পনিটেলে বেঁধে নিন। ইচ্ছে করলে চুলের নিচের দিকটা হালকা কার্ল করেও নিতে পারেন।

আপনার চুলও কি তাপসীর মতো কোঁকড়া? হালকা সিরাম মেখে নিন চুলে যাতে চুল খুব রুক্ষ না দেখায়, তারপর পিছনে টেনে খোঁপা বা পনিটেলে বেঁধে নিন। সামনের দিকের চুলটা ভালো করে আঁচড়ে নেবেন।

বৃষ্টির দিনের আদর্শ হেয়ারস্টাইল। চুলটা আঁচড়ে পনিটেল করে নিন, তারপর গুটিয়ে খোঁপা করে নিলেই হল!

 

View this post on Instagram

 

Today for promotions ❣️?❤️ Styled by @shaleenanathani Make up & hair @shraddha.naik @amitthakur_hair #HASEENAPARKAR #22ndSept

A post shared by Shraddha (@shraddhakapoor) on

চুল খুব তেলতেলে হয়ে গেছে? অল্প সিরাম দিয়ে চুলটা উঁচু করে টপ নটে বেঁধে নিন। তারপর সামনের দিকে দু’পাশ দিয়ে একটা দুটো চুলের গুছি আলগা করে ফেলে রাখুন। এলোমেলো অথচ পরিপাটি লুকের কম্বিনেশন দেখতে দারুণ লাগবে!

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top