Now Reading
চুলের যত্নে নানা তেলের নানা গুণ

চুলের যত্নে নানা তেলের নানা গুণ

চুলের স্বাস্থ্য মানেই তেল। চুলের যত্নে নানা তেলের নানা গুণ, জেনে নিন আপনার চুলের যত্নে আপনার জন্য কোন তেলটি উপকারী। পুরোনো দিনে তাই নিয়ম করে চুলে তেল মেখে গোসল করাই ছিল বিধি। দিনকাল পালটানোর সঙ্গে সঙ্গে নিত্যদিনের চুল পরিচর্যার উপাদান হিসেবে জায়গা করে নিয়েছে নানান শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম আর হেয়ার মাস্ক। কিন্তু তা বলে তেলের স্থান একটুও পালটায়নি!

আধুনিক দিনের ধুলোময়লা, দূষণের সঙ্গে মোকাবিলা করতে তেল হয়ে উঠেছে নতুন হাতিয়ার। তা ছাড়া ব্যাপারটা শুধু নারকেল তেলের মধ্যে সীমাবদ্ধ নেই, চুলের নানা সমস্যার সমাধানে হাজির হয়েছে নানান তেল। দেখে নিন কোন তেলের উপকারিতা কী আর প্রয়োজন অনুসারে বেছে নিন আপনার পছন্দের তেল!

ভৃঙ্গরাজ তেল
প্রাচীন ভারতের আয়ুর্বেদে ফিরে ফিরে এসেছে ভৃঙ্গরাজের নাম। ভেষজ থেকে তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক এই তেলটি চুল ওঠা বন্ধ করার ব্যাপারে প্রথম সারিতে রয়েছে। পাশাপাশি মাথা ঠান্ডা করা, চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে তা মজবুত করে তুলতেও ভৃঙ্গরাজ দারুণ কাজের! যাঁরা চুল ভেঙে ঝরে যাওয়ার সমস্যায় ভুগছেন, তাঁরা ভৃঙ্গরাজ তেল ব্যবহার করুন, রাতারাতি উপকার পাবেন!

নারকেল তেল
চুলের স্বাস্থ্য আর নারকেল তেল পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। যে কোনও চুলেই নারকেল তেল মানানসই, তবে যাঁদের চুল রুক্ষ, জৌলুসহীন, তাঁরা নারকেল তেল ব্যবহার করে দেখুন! নারকেল তেল চুলের আর্দ্রতা রক্ষা করে, চুলে বাড়তি উজ্জ্বল আর চিকনভাব এনে দেয়।

জোজোবা অয়েল
মাথায় স্বাভাবিকভাবে যে তেল বা সেবাম তৈরি হয়, তার সঙ্গে চরিত্রগত দিক থেকে জোজোবা তেলের বিস্তর মিল রয়েছে। চুলের গভীরে ঢুকে যেতে পারে জোজোবা তেল, ফলে চুলের আর্দ্রতা বজায় থাকে। জোজোবার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণও রয়েছে। শুষ্ক স্ক্যাল্প, খুসকির সমস্যা, খসখসে চুল হলে জোজোবা তেল ব্যবহার করুন, উপকার পাবেন।

সুইট আমন্ড অয়েল
হাজার চেষ্টা করেও চুল লম্বা হচ্ছে না? সুইট আমন্ড অয়েল ব্যবহার করে দেখুন। চুল রুক্ষ, অমসৃণ হলে বা খুসকির সমস্যা থাকলেও ব্যবহার করতে পারেন এই তেল। নিয়মিত আমন্ড তেল মাখলে চুল শক্তপোক্ত থাকে, চট করে ভেঙে ঝরে যেতে পারে না।

আর্গান অয়েল
এই তেলটি মরোক্কান তেল নামেও পরিচিত। যাঁদের চুল অতিরিক্ত স্টাইলিংয়ের ফলে নষ্ট হয়ে গেছে, তাঁদের জন্য আর্গান তেল খুব উপকারী। খসখসে রুক্ষ ভঙ্গুর চুল হলে আর্গান তেল মাখুন। চড়া রোদ থেকে চুলের ক্ষতি হলে তাও প্রশমিত করতে পারে আর্গান অয়েল। সবচেয়ে ভালো ব্যাপার হল, এটি অন্যান্য তেলের মতো ভারী আর চটচটে নয়, তাই প্রতিদিন নির্দ্বিধায় মাখতে পারেন।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
Scroll To Top