বাড়িতে বসে বোর হচ্ছেন? আলমারিটা বরং গুছিয়ে ফেলুন এই অবসরে

আপনি কি সেই ধরনের মানুষের মধ্যে পড়েন, যাঁরা জামাকাপড় কেনার ব্যাপারে যতটা আগ্রহী, তার ছিটেফোঁটাও থাকে না আলমারি গোছানোর সময়? ফলে কাজের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না, তাই বেশি বেশি করে পোশাক কিনতে হয়? এবার যখন হাতে খানিকটা বাড়তি সময় আছেই, তখন আলমারিটা গুছিয়ে ফেলুন ঝটপট। আমাদের টিপসগুলি মেনে চললে কাজটা সহজ হবে।
প্রথমেই নিশ্চিত করুন যে আলমারিতে যা যা আছে, সব কাচা
অনেক সময়ে হয় কী, জামাকাপড় এক আধবার পরে আমরা আলমারিতে তুলে রাখি। অভ্যেসটা নিঃসন্দেহে খারাপ। ঘাম আর ময়লা অন্য পোশাকের স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়াবে। প্রতিটি পোশাক যেন কাচা ও ইস্তিরি করা হয়, তা দেখবেন। কাছাকাছি রঙের পোশাক একসঙ্গে ভিজিয়ে কাচুন। ডিটারজেন্টের মানের ব্যাপারে কোনও সমঝোতা করবেন না। তাতে কাপড়ের স্বাস্থ্যহানি হবে।
টি-শার্ট, টপ, জিনস রাখুন ভাঁজ করে
যত টি-শার্ট, টপ বা ব্লাউজ আছে আপনার, সব ভাঁজ করুন সুন্দর করে, ভাঁজের উপর দিয়ে ইস্ত্রি চালিয়ে নিলে ভালো করবেন। জিনস ঝুলিয়ে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু তাতে জায়গা লাগে বেশি। তাই ভাঁজ করে রাখলেও চলবে।
নিটেড টপ আর সোয়েটার কখনও ঝুলিয়ে রাখবেন না
নিটেড টপ আর সোয়েটারও ঝুলিয়ে না রেখে ভাঁজ করেই রাখা উচিত। তা না হলে সেগুলির আকার খারাপ হয় যেতে পারে।
কিছু জীবাণুনাশক অবশ্যই রাখুন আলমারিতে, গরমকালে কিন্তু পোকামাকড়ের আক্রমণও বাড়ে।
What's Your Reaction?
সাদিয়া ইসলাম ফেমিনাইরা -এর একজন লেখক। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন।