Now Reading
কোন শেপের টিপ আপনার মুখে সবচেয়ে মানানসই

কোন শেপের টিপ আপনার মুখে সবচেয়ে মানানসই

জেনে নিন কোন শেপের টিপ আপনার মুখে সবচেয়ে মানানসই

বাঙ্গালী মেয়েরা পোশাক পরলে কপালে একটা ছোট্ট টিপ পরেন না, এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু কোন আকার আর আয়তনের টিপে আপনাকে সবচেয়ে সুন্দর দেখাবে, তা জানেন কি? বাঙ্গালী মেয়েদের মুখের যা গড়ন, তাতে গোল টিপ মোটামুটি সবাইকেই মানায়। কিন্তু লম্বা বা ত্রিকোণাকার টিপের ক্ষেত্রে খুব নিশ্চিতভাবে সে কথা বলা যায় না। যাঁদের মুখ ডিমের ছাঁদের, তাঁরা স্বচ্ছন্দে লম্বা টিপ পরতে পারেন। লম্বা টিপে আপনার মুখটাও বেশি লম্বা দেখাবে, যাঁদের মুখের আকৃতি ছোট, তাঁরা অতিরিক্ত লম্বা টিপ না পরলেই ভালো করবেন। লিপস্টিক আর টিপের রং ম্যাচ করান, তা হলে ব্যালান্স বজায় থাকবে।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো পানপাতা ছাঁদের মুখ যাঁদের, তাঁরা যে কোনও আকারের ও আয়তনের টিপ বাছতে পারেন। তবে যাঁদের কপালটা একটু বেশিই বড়ো, তাঁরা অতিরিক্ত বড়ো টিপ পরবেন না, তাতে কপালের দিকেই বেশি চোখ যাবে। ছোট স্টোন বিন্দিও খুব ভালো লাগে এই ধরনের মুখে।গোল মুখে আবার লম্বা টিপ বেশি মানায়, তাতে মুখের আকারটা লম্বাটে দেখায়। সেই সঙ্গে পরতে পারেন ছোট গোল টিপও। চৌকো বা ত্রিকোণাকার মুখের ক্ষেত্রে চোয়ালের রেখা সুস্পষ্ট হয়, চিবুকের কাছটা সরু হয়ে আসে। এঁরা গোল টিপ পরুন। করিনা কাপুর খান, শুভশ্রী গঙ্গোপাধ্যায় বা বিপাশা বসুর মতো আপনার মুখও যদি চৌকো আকৃতির হয়, তা হলে বেছে নিন মাঝারি আকারের গোল টিপ।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
Scroll To Top