অফিসের ব্যাগের ওজন কমাতে চান? জেনে নিন তা কীভাবে সম্ভব

যে ব্যাগটি আপনার রোজের জীবনের সর্বক্ষণের সঙ্গী, তার ওজন ক্রমশই বেড়েই যাচ্ছে? টানতে টানতে পিঠে-কাঁধে ব্যথা হচ্ছে, অথচ কাজের সময় হাত ঢুকিয়ে কোনও প্রয়োজনীয় জিনসটাই বের করে আনতে পারছেন না চট করে? আছে, এই সমস্যারও সমাধান আছে। ব্যাগে কোন কোন জিনিসপত্র রাখা একান্ত প্রয়োজনীয়, সেটা ভেবে বের করে ফেলতে পারলেই এই সমস্যার সমাধান বের করে ফেলতে পারবেন!
গোড়াতেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো, অফিসে একটু বড়ো আকারের ব্যাগ নেওয়াই সুবিধেজনক, কারণ তাতে প্রচুর জিনিসপত্র ধরে। তাই শক্তপোক্ত টোট ব্যাগ রাখুন সঙ্গে। যাঁরা ল্যাপটপ ক্যারি করেন, তাঁরা অবশ্যই এমন ব্যাগ কিনুন যার মধ্যে ল্যাপটপ রাখার জায়গা আছে। ল্যাপটপ ক্যারি করার জন্য একেবারে আলাদা ব্যাগও মেলে, তেমন কিছুও কিনতে পারেন। ব্যাগের রং কালো বা ট্যান হলে যে কোনও ধরনের পোশাকের সঙ্গে মানাবে। ব্যাগে অতি অবশ্যই কয়েকটি জ়িপসমেত কম্পার্টমেন্ট থাকতে হবে।
নতুন করে শুরু করার আগে আপনার ব্যাগে যা তৈজসপত্র আছে সব বের করে চোখের সামনে রাখুন। যে সব জিনিসপত্র গত এক মাসে ব্যবহার করেছেন, সেগুলি একদিকে সরিয়ে রাখুন। অন্যদিকে রাখুন অব্যবহৃত জিনিসপত্র। ভেবে দেখুন তো, গত কয়েক মাসে যে সব জিনিস আপনি একবারও ব্যবহার করেননি, সেগুলি কি আদৌ প্রয়োজনীয়? যদি রোজ বয়ে বেড়ানোর দরকার না থাকে, তা হলে সেগুলি সযত্নে আলমারির কোনও ড্রয়ারে চালান করুন। চিরুনি, আইলাইনার, লিপ বাম, লিপস্টিক, কাজল, ছোট আয়না, সেফটিপিন, মাউথ ফ্রেশনার, কলম, অফিসের আই কার্ড, ছোট্ট নোটবুক, এক্সট্রা ক্রাঞ্চ ক্লিপ বা রাবার ব্যান্ডের মতো যে সব জিনিসপত্র ব্যাগ হাতড়েও খুঁজে পাওয়া যায় না, সেগুলি রাখুন একটা বড়ো পাউচে। যেদিন ব্যাগ বদলাবেন, সেদিনও কাজের জিনিস নিতে ভুল হবে না।
ব্যাগের বাইরের দিকে যে ছোট্ট পকেটটা থাকে, সেখানে রাখুন আপনার গাড়িভাড়া আর ভিজ়িটিং কার্ড। হঠাৎ দরকার পড়লে বের করতে সুবিধে হবে। যে ক্রেডিট বা ডেবিট কার্ডটি সবচেয়ে বেশি ব্যবহার করেন, সেটিই রাখুন পার্সে, আর রাখুন কিছু ক্যাশ। পার্স থাক ব্যাগের ভিতরে, সেখানেই রাখুন বাড়ি আর গাড়ির চাবিও। এই কম্পার্টমেন্টেই রাখুন সানগ্লাস, রিডিং গ্লাস, চশমা।
ছোট্ট একটা পানির বোতল (স্টিলের হলে ভালো হয়), শুকনো বা তাজা ফল, ছাতা আর সিল্কের একটা স্কার্ফও ব্যাগে রাখতে ভুলবেন না। আচমকা কখন কী দরকার পড়ে, আগে থেকে কি আর সব বোঝা যায়?
What's Your Reaction?
সাদিয়া ইসলাম ফেমিনাইরা -এর একজন লেখক। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন।