Now Reading
পার্লার বন্ধ তো কী হয়েছে? বাড়িতেই করে নিন সম্পূর্ণ ফেস ক্লিনআপ

পার্লার বন্ধ তো কী হয়েছে? বাড়িতেই করে নিন সম্পূর্ণ ফেস ক্লিনআপ

পার্লার বন্ধ তো কী হয়েছে? বাড়িতেই করে নিন সম্পূর্ণ ফেস ক্লিনআপ

কিছুতেই বাগ মানানো যাচ্ছে না কোভিড-19 অতিমারী। দেশ জুড়ে  করোনা আক্রান্তের গ্রাফ প্রতিদিনই ঊর্ধ্বমুখী। ফলে বাড়ি থেকে বেরনোর কোনও উপায়ই নেই! এই কঠিন সময় আর কতদিন স্থায়ী হবে, সে ব্যাপারেও কোনও স্থিরতা নেই, তাই নিজের ব্যবস্থা করতে হবে নিজেকেই। শুধু বাড়ির কাজ আর অফিসের কাজই নয়, খেয়াল রাখতে হবে ত্বকের দিকেও। যেহেতু বিউটি পার্লারের দরজা কবে খুলবে জানা নেই, তাই প্রতি সপ্তাহে ত্বকের সাধারণ পরিচর্যার পাশাপাশি নিয়ম করে একবার ফেস ক্লিনআপ করান। স্টেপ বাই স্টেপ গাইড রইল এখানে।

ধাপ ১: মুখ পরিষ্কার করুন
প্রথমেই মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তুলো পানিতে ভিজিয়ে মুখ মুছে নিন যাতে আলগা তেলময়লাটা উঠে আসে। এরপর ফেসওয়াশ মেখে ফেনা করে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

ধাপ ২: স্ক্রাব করুন
এবার ত্বকের উপরে জমা হওয়া ডেড সেলস তোলার পালা। অল্প বেসনে দুধের সর বা মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। মুখে লাগিয়ে মিনিট পাঁচেক হালকা হাতে রগড়ে মাসাজ করুন, তারপর মুখ ধুয়ে নিন।

ধাপ ৩: স্টিম
মুখের রোমছিদ্রগুলো খুলে গিয়ে যাতে ভিতর থেকে সাফ হয়ে যায়, তার জন্য স্টিম জরুরি। বাটিতে খানিকটা পানি গরম করুন, তারপর মাথার উপর একটা তোয়ালে চাপা দিয়ে খানিকক্ষণ ভাপ নিন।

ধাপ ৪: টোন করুন
এবার খুলে যাওয়া রোমছিদ্র বন্ধ করার পালা। তুলোয় করে টোনার নিয়ে সারা মুখে বুলিয়ে নিন। টোনার না থাকলে বরফপানিতে ঝাপটা দিন মুখে। তাতে রোমছিদ্র বন্ধ হয়ে যাবে, পিএইচ লেভেলও ঠিক থাকবে।

ধাপ ৫: ফেস মাস্ক লাগান
পছন্দসই যে কোনও ফেস মাস্ক লাগান মুখে। রান্নাঘরের সাধারণ উপাদান দিয়ে মাস্ক তৈরিও করে নিতে পারেন। এবার চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রিল্যাক্স করুন। ত্বক পুষ্টি আর আর্দ্রতা পাবে।

ধাপ ৬: ময়শ্চারাইজার মেখে নিন
ক্লিনআপের একদম শেষ ধাপ এটি। হাত খুলে ময়শ্চারাইজার মাখুন মুখে। এতক্ষণ ত্বক পরিষ্কার করতে গিয়ে যে আর্দ্রতা নষ্ট হয়েছে, ময়শ্চারাইজার তা ফিরিয়ে আনবে। সব শেষে তারপর এসপিএফ যুক্ত সানস্ক্রিন মেখে নিন। হ্যাঁ, বাড়িতে থাকলেও সানস্ক্রিন মাখতে হবে কারণ রোদের ক্ষতিকর রশ্মি বাড়ির ভিতরেও সমান কার্যকর। সানস্ক্রিনের এসপিএফ আপনার ত্বককে থেকে তা থেকে সুরক্ষিত রাখবে।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
Scroll To Top