Now Reading
করোনার জেরে ভুরু থ্রেড করা বন্ধ? এবার নিজেই শেপ করে নিন নিজের ভুরু

করোনার জেরে ভুরু থ্রেড করা বন্ধ? এবার নিজেই শেপ করে নিন নিজের ভুরু

করোনার জেরে ভুরু থ্রেড করা বন্ধ? এবার নিজেই শেপ করে নিন নিজের ভুরু

করোনার জেরে পথঘাট সুনসান, লোক চলাচল হাতে গোনা। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বাদে বাকি সবই বন্ধ! বিশেষ করে বিউটি পার্লার! এমনিতে ত্বকের পরিচর্যা মোটামুটি বাড়িতে হয়ে গেলেও বাদ সাধছে ভুরু! নিয়মিত থ্রেডিং এখন করানো সম্ভব নয়, তাই হুড়মুড়িয়ে বাড়ছে ভুরুর রোমের আধিক্য! ফলে তার প্রভাব পড়ছে পুরো লুকে! অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কতদিনে মুক্তি পাওয়া যাবে এই শেপহীন ভুরুর হাত থেকে! কতদিনে থ্রেডিং করে ফের ফিরিয়ে আনা যাবে ভুরুর ছিমছাম সুন্দর শেপ! আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় কী!

উপায় আছে! নিজের ভুরুর শেপ নিজেই ঠিকঠাক করে নেওয়া। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। একটু সতর্ক হয়ে করলেই পার্লারের মতো একদম নিখুঁত না হলেও মোটামুটি ধোপদুরস্ত করে তুলতে পারবেন আপনার লুক!

আপনার দরকার একটা ভুরু আঁচড়ানোর ব্রাশ বা স্পুলি। না থাকলে পুরোনো মাস্কারা ব্রাশ ভালো করে ধুয়ে ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে দরকার একটা ছোট কাঁচি আর একটা সরু সন্না বা টুইজার।

কীভাবে শেপ করবেন ভুরু
1. প্রথমে চুলটা চুড়ো করে মাথার পিছনে বেঁধে নিন যাতে চোখেমুখে না পড়ে। তারপর মুখটা হালকা গরম পানিতে ধুয়ে নিন।
2. স্পুলি ব্রাশ দিয়ে ভুরুজোড়া এক এক করে আপওয়ার্ড অর্থাৎ উপরের দিকে স্ট্রোক করে আঁচড়ে নিন।
3. এবার একদিকের ভুরুর নিচের অংশ হাত দিয়ে টানটান করে ধরুন, তারপর টুইজার দিয়ে একটা একটা করে অতিরিক্ত রোম তুলে ফেলুন। হেয়ার গ্রোথের দিকে টেনে রোম তুলবেন, উলটোদিকে টানবেন না।
4. শুধু ভুরুর আসল শেপের বাইরে গজানো অতিরিক্ত রোমগুলোই তুলবেন। শেপ পালটানোর চেষ্টা করবেন না। তার জন্য লকডাউন শেষ হয়ে বিউটি পার্লার খোলার জন্য অপেক্ষা করুন।
5. বড়ো রোম থাকলে ছোট কাঁচি দিয়ে কেটে নিন।
6. দু’ একটা করে রোম তোলার পর একবার করে ব্রাশ করে নেবেন, তাতে শেপটা ঠিক আছে কিনা বুঝতে সুবিধে হবে।
7. ভুরু তোলার পর ত্বক লালচে হয়ে গেলে বা জ্বালা করলে বরফ ঘষে নিন। অ্যালো ভেরা জেলও লাগাতে পারেন।

খেয়াল রাখুন
1. খুব ছোট রোম টুইজার দিয়ে তুলতে যাবেন না, ত্বকে ক্ষত হয়ে যেতে পারে। রোম যথেষ্ট বড়ো হলে তবেই তুলুন।
2. ত্বক খুব টান করে ধরুন, তাতে ব্যথা কম লাগবে।
3. ভুরু তোলার আগে ব্যথার বোধ কম করতে বরফ ঘষে নিতে পারেন।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
Scroll To Top