Now Reading
জেনে নিন ফ্যাশনের পরিভাষায় হেমন্ত ও শীতের সেরা রং কোনগুলি

জেনে নিন ফ্যাশনের পরিভাষায় হেমন্ত ও শীতের সেরা রং কোনগুলি

জেনে নিন ফ্যাশনের পরিভাষায় হেমন্ত ও শীতের সেরা রং কোনগুলি

যাঁরা ফ্যাশন ট্রেন্ড মেনে চলেন, তাঁরা নিশ্চয়ই জানবেন যে প্রতিটি ঋতুভেদে স্টাইলের পাশাপাশি ট্রেন্ডি রঙের তালিকাটাও বদলে যায়। আন্তর্জাতিক ফ্যাশন বাজার ও ডিজ়াইনারদের কাজই মোটামুটি নির্ধারণ করে দেয় কোন বছরের কোন ঋতুতে কোন রংটি এগিয়ে রয়েছে। না, আমরা আপনাকে একবারও বলছি না অন্ধভাবে ট্রেন্ড অনুসরণ করুন। আপনি আপনার সুবিধে ও ইচ্ছেমতো সাজগোজই করবেন, তবে কোন কোন রং ফ্যাশনের বিচারে সবার সেরা, তা জেনে রাখতে তো দোষ নেই কোনও! বরং সেই সব শেডের জামাকাপড় হাতের কাছে থাকলে আপনিই হয়ে উঠতে পারেন সেরা ফ্যাশনিস্তা। তাই বা মন্দ কীসে?

এ বছরও কিন্তু মোনোক্রোম,অর্থাৎ একরঙা পোশাক-আশাকই এগিয়ে থাকবে ট্রেন্ডের মাপকাঠিতে। যাঁরা সলিড কালারের শাড়ি বা কুর্তা পরতে ভালোবাসেন, তাঁরা চুটিয়ে তা পরুন। একাধিক মোনোক্রোমও একসঙ্গে ক্যারি করা সম্ভব। জেনে নিন কোন কোন রং এবার ট্রেন্ডি বলে গণ্য হচ্ছে।

পেস্তা সবুজ: পোশাকই বলুন বা অ্যাকসেসরিজ়, সর্বত্রই নজর কাড়ছে পেস্তা সবুজের ফ্রেশ অথচ একটু চাপা শেডটি। সুতি, লিনেন বা সিল্কের মতো যে কোনও ফ্যাব্রিকেই পেস্তা সবুজের বাহার খোলে চমৎকার। যে হারে খ্যাতনামা ডিজ়াইনারদের ইনস্টাগ্রাম পেজে এই রংয়ের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে তাতে এ কথা স্পষ্ট যে পেস্তা সবুজের জয়জয়কার অব্যাহত থাকবে এখন বেশ কিছুদিন। খুব ফিকে পেস্তারঙা পোশাক পরেছেন রুক্মিণী, এর চেয়ে গাঢ় শেডও বাঙালি মেয়েদের ত্বকে ভালো লাগবে।

পার্পল বা বেগুনির নানা শেড: বেগুনির একেবারে হালকা শেডটা হচ্ছে লাইলাক, গাঢ়টা ডিপ ভায়োলেট। আপনার ত্বকের সঙ্গে কোনটা মানায় সেটা বুঝে নিয়ে পছন্দের শেডটি বেছে নিন। কেবল ড্রেস বা শাড়ি নয়, এই শেডের সোয়েটার, কোট, টুপি বা মোজাও আপনার যে কোনও পোশাককে ইন্টারেস্টিং করে তুলতে পারে।

উজ্জ্বল কমলা: কমলালেবুর মতো নানা শেডের অরেঞ্জ টোনে সাজিয়ে তুলুন আপনার শীত-সাজের পসরা। পাতা ঝরার সময়ে গাছের নিচে যেমন মরচেধরা কমলা রঙের স্তর দেখা যায়, তেমন একটা শেডও বেছে নিতে পারেন। কমলা আর গোলাপির মিলমিশটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে।

রানি পিঙ্ক: উজ্জ্বল রানি পিঙ্ক গত বছরও ফ্যাশনিস্তাদের পছন্দের শেড ছিল, এবারও তার ব্যতিক্রম হচ্ছে। না। গোলাপির গাঢ় ও সবচেয়ে উজ্জ্বল শেডের পোশাক বা সোয়েটার ব্যবহার করুন।

নিওন: নিওন সবুজ বা নীল ব্যবহার করুন অ্যাকসেন্ট হিসেবে। আপনার একরঙা পোশাককে আরও নাটকীয় করে তুলতে চাইলে নিওন টুপি বা ব্যাগের কোনও জুড়ি নেই কিন্তু! চশমার ফ্রেম বা ঘড়ির ব্যান্ডে নিওনের ছোঁয়া থাকলেও দেখতে খুব ভালো লাগবে নিঃসন্দেহে।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
Scroll To Top