লকডাউন মানে কি প্রেমেও তালা? রইল প্রেমিক-প্রেমিকাদের জন্য বিশেষ টিপস

লকডাউনের দ্বিতীয় দফায় ঢুকে পড়েছি আমরা। ঠিক কতদিন এই গৃহবন্দি দশায় কাটাতে হবে, আর গৃহবন্দি দশা ঘুচলেও স্বাভাবিক জীবন ফের কবে থেকে শুরু করা যাবে, তার কোনও নিশ্চয়তাই নেই এখন। জীবন এখন পুরোপুরি বাড়ি-কেন্দ্রিক, আর এতে সবচেয়ে সমস্যায় পড়েছেন প্রেমিক-প্রেমিকারা। দেখাসাক্ষাৎ হওয়া ঘুচে গেছে, আশু দেখা হওয়ার সম্ভাবনাও নেই। এরকম পরিস্থিতিতে অনেক প্রেমিক-প্রেমিকাই মানসিক সমস্যায় ভুগতে থাকেন। দিনের পর দিন দেখা না হলে অপরপক্ষ সম্পর্কটার কথা ভুলে যাবেন কিনা, সম্পর্কের টান কমে যাবে কিনা, এমন নানা সংশয় কাজ করতে থাকে।
কিন্তু অহেতুক ভয় পাবেন না। আপনাদের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক সত্যিই থেকে থাকে, তা হলে কয়েক মাসের সাক্ষাৎহীনতা তার উপর কোনও প্রভাবই ফেলতে পারবে না। বিশেষ করে মোবাইল ফোন আর ভিডিও চ্যাটের এই যুগে দূরত্ব নিমেষে উড়ে যায়! তবু আপনাদের সুবিধের জন্য কিছু সহজ টিপস দিলাম আমরা। মেনে দেখুন, আপনাদের বাঁধন থাকবে একইরকম মজবুত।
ভার্চুয়াল ডেটিং
আমরা জানি ফোনে নিয়মিত কথা বা ভিডিও চ্যাট হয় আপনাদের। এবার সেটাকেই একধাপ এগিয়ে ভার্চুয়াল ডেটিং ট্রাই করে দেখুন। কোনও একদিন স্পেশাল দেখা করতে গেলে যেমন আগেভাগে প্ল্যান করেন, এটাও অবিকল তাই, কিন্তু পুরোটাই ভার্চুয়াল। সুন্দর করে সাজগোজ করুন, সামনে কফি বা কিছু হালকা স্ন্যাকস রাখুন, তারপর এমনভাবে কথা বলুন যেন আপনারা মুখোমুখি বসে গল্প করছেন। দূরত্ব আর আছে বলে মনেই হবে না।
শেয়ার করুন মুহূর্তের আনন্দ
শুধু একসঙ্গে সময় কাটানোই নয়, বাকি সময়টা আপনারা কীভাবে জুড়ে রয়েছেন তার উপরেও সম্পর্কের ধরন নির্ভর করে। সময়ে-অসময়ে পছন্দের গান ওঁকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, নতুন যে রান্নাটা করলেন তার ছবি পাঠান। একইভাবে উনিও পাঠাবেন আপনাকে। মনে হবে একসঙ্গেই আছেন আপনারা।
দিনের শেষের ফোনকল
সারাদিনের শেষে শুতে যাওয়ার আগে ভালোবাসার মানুষকে একটা ফোন করেন নিশ্চয়ই? এই ফোনটা স্পেশাল হোক। আপনার সারাদিনের খবর দিন, ওঁর খুঁটিনাটি জানতে চান। নতুন চিন্তাভাবনা, ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করুন। পরের দিনের জন্য আলাদা উৎসাহ পাবেন দু’জনেই।
বাড়াবাড়ি নয়
সম্পর্ক সফল করার মূল কথা হল প্রেমের সুতোটা অটুট রাখা কিন্তু বাড়াবাড়ি না করে। সারাক্ষণ, মিনিটে মিনিটে ফোন করবেন না। তাতে অপরপক্ষের মানুষটি অস্বস্তিতে পড়বেন, বিরক্তিবোধ দেখা দেওয়াও বিচিত্র নয়। ওঁকে স্পেস দিন, নিজেরও স্বাধীনতা বজায় রাখুন।
নেগেটিভ চিন্তা নয়
দেখা হচ্ছে না বলেই নেগেটিভ চিন্তাভাবনা মাথায় দানা বাঁধতে দেবেন না। এমন হতেই পারে, একদিন ভালো করে কথা হল না, কিন্তু তার জন্য আপনার মনে যেন নিরাপত্তাহীনতা জাঁকিয়ে বসতে না পারে। মনের পজিটিভ ভাব ধরে রাখুন, স্বাভাবিক থাকুন। তাতে আপনার প্রেমের সম্পর্কও সুন্দর থাকবে সারাজীবন।