Now Reading
ভ্যালেন্টাইন’স ডে সেলিব্রেট করতে নখ রাঙিয়ে নিন প্রেমের রঙে

ভ্যালেন্টাইন’স ডে সেলিব্রেট করতে নখ রাঙিয়ে নিন প্রেমের রঙে

ভ্যালেন্টাইন’স ডে সেলিব্রেট করতে নখ রাঙিয়ে নিন প্রেমের রঙে

প্রেমের মেজাজ পুরোদমে ছড়িয়ে পড়েছে বাতাসে! লাল গোলাপের দোকানে ভিড় বাড়ছে প্রতি মুহূর্তে, হার্ট শেপের বেলুন বিকোচ্ছে দেদার! ভ্যালেন্টাইন’স ডে-তে এমন ছবি প্রতিবছরই চোখে পড়ে! আর আপনারা যারা এ বছর জমিয়ে প্রেমের দিনটা সেলিব্রেট করার কথা ভেবেছেন, তাঁরাও নিশ্চয়ই পোশাক আর সাজগোজের ব্যাপারে ইতিমধ্যেই মনস্থির করে নিয়েছেন? তবে শুধু মুখের মেকআপ আর পোশাকই নয়, আপনার নখকেও এ বছর সাজিয়ে তুলুন স্পেশাল সাজে! ভ্যালেন্টাইন’স ডে-র উপযোগী কিছু ঝলমলে নেল আর্ট সাজিয়ে দিচ্ছি আমরা! নখে মেখে নিন এ সব প্রেমের রং আর বসন্তকে উদযাপন করুন প্রাণ ভরে!

লাল আর বেরি
প্রেমের বার্তা দিতে লাল যতটা সক্ষম, তার চেয়ে কোনও অংশে কম যায় না পিঙ্ক, ওয়াইন বা বেরি শেডের নেল পলিশ! জেল নেল পলিশ এমনিতেই আপনার নখের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেবে। ইচ্ছে করলে গ্র্যাডিয়েন্ট করেও পরতে পারেন!

লাল আর বেরি
লাল আর বেরি
লাল আর বেরি
লাল আর বেরি
লাল আর বেরি

 

প্যাস্টেল পিঙ্ক আর সাদা
লালের উচ্চকিত উপস্থিতি পছন্দ নয় তেমন? বেছে নিন সাদা আর গোলাপির স্নিগ্ধ ছোঁয়া। স্বাভাবিক সৌন্দর্য বাড়িয়ে তুলতে ট্রাই করতে পারেন এ সব ডিজ়াইন। নয়তো এমনিই সাদা-গোলাপির কম্বিনেশন পরে নিন নখে।

প্যাস্টেল পিঙ্ক আর সাদা
প্যাস্টেল পিঙ্ক আর সাদা
প্যাস্টেল পিঙ্ক আর সাদা
প্যাস্টেল পিঙ্ক আর সাদা

 

রঙিন ফ্রেঞ্চ ম্যানিকিওর
কে বলেছে ফ্রেঞ্চ ম্যানিকিওর মানেই সাদা হতে হবে? লাল আর গ্লিটার দেওয়া গোল্ডেন শেড দিয়ে একদম এক্সক্লুসিভ ফ্রেঞ্চ ম্যানিকিওর করে নিন নিজের নখে, আর সেট করে নিন প্রেমের মুড। এক্সপেরিমেন্ট করতে হলে প্যাস্টেল, গ্লিটার বা মেটালিকসও ট্রাই করতে পারেন।

See Also
ফেস মাস্কের নানারকম, জেনে নিন কোন মাস্ক কেন ব্যবহার করবেন

রঙিন ফ্রেঞ্চ ম্যানিকিওর
রঙিন ফ্রেঞ্চ ম্যানিকিওর
রঙিন ফ্রেঞ্চ ম্যানিকিওর
রঙিন ফ্রেঞ্চ ম্যানিকিওর
রঙিন ফ্রেঞ্চ ম্যানিকিওর
রঙিন ফ্রেঞ্চ ম্যানিকিওর

 

রোজ় গোল্ড
হালকা অথচ গ্ল্যামারাস নখ চাইলে আপনার পছন্দ হওয়া উচিত রোজ় গোল্ড শেডের নেল পলিশ। সহজেই অন্য শেডের কম্বিনেশন করে পরে নিতে পারবেন, ইচ্ছে করলে গ্লিটার দিয়েও পরতে পারেন।

রোজ় গোল্ড
রোজ় গোল্ড
রোজ় গোল্ড
রোজ় গোল্ড

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
Scroll To Top