শুধু বিবি ক্রিম দিয়েই সেরে ফেলুন একগুচ্ছ মেকআপের কাজ

চটজলদি মেকআপ সেরে ফেলার দরকার হলে সবার আগে মনে পড়ে বিবি ক্রিমের কথা! এই জিনিসটি যেদিন থেকে বাজারে এসেছে, সাজগোজের কাজটা অনেকটাই যেন সহজ হয়ে গেছে! ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের ঝকমারি নেই, মেকআপ চড়া হয়ে যাওয়ার ভয় নেই, শুধু ক্রিমের মতো মুখে মেখে নিলেই হল! মুখের দাগছোপ পুরো ঢাকা না পড়লেও হালকা হয়ে যাবে, মুখে আসবে তরতাজা, স্নিগ্ধভাব! তা ছাড়া ত্বকে ময়শ্চারাইজ়ারের প্রয়োজনটাও দিব্যি মিটিয়ে দিতে পারে বিবি ক্রিম, পাশাপাশি রোদের হাত থেকেও ত্বককে বাঁচায়।
এত গুণ যে বিবি ক্রিমের, প্রতিটি মেয়ের মেকআপ কিটে যে তার স্থান হবেই, তাতে আর সন্দেহ কী! কিন্তু শুধু কি ফাউন্ডেশনের বিকল্প হয়ে থাকাটাই বিবি ক্রিমের একমাত্র কাজ? উঁহু! বিবি ক্রিম দিয়ে আরও একগুচ্ছ মেকআপের কাজ সেরে ফেলতে পারেন আপনি! সেগুলো কী কী জানতে চাইলে ঝটপট পড়ে ফেলুন!
মেকআপ বেস হিসেবে
বেশ গুছিয়ে মেকআপ করতে বসেছেন, অথচ প্রাইমারের টিউব একদম শেষ? মেখে নিন অল্প বিবি ক্রিম, তার উপর ফাউন্ডেশন পরুন। প্রাইমারের অভাব বুঝতেই পারবেন না! মেকআপ বেস হিসেবে দারুণ কাজ করে বিবি ক্রিম।
কনসিলার হিসেবে
আমরা যারা নিয়মিত মেকআপ করি না, তাদের অনেকের স্টকেই কনসিলার থাকে না। অসুবিধে নেই, বিবি ক্রিম থাকলেই হল! চোখের কোলের হালকা কালি ঢেকে মুখ উজ্জ্বল করে তুলতে বিবি ক্রিম একনম্বরে! তবে খুব গাঢ় কালি হলে বা চোখের কোল ফোলা হলে সেটা বিবি ক্রিম ঢাকতে পারবে না। তখন বাড়তি কভারেজের জন্য কনসিলার লাগাতেই হবে। কিন্তু ছোটখাটো হালকা কালি ঢাকতে বিবি ক্রিম যথেষ্ট!
ক্রিম ব্লাশ হিসেবে
ত্বকের সঙ্গে মানানসই সঠিক শেডের ক্রিম ব্লাশ খুঁজে পাচ্ছেন না? হাতের কাছে বিবি ক্রিম থাকলে নিজেই বানিয়ে নিতে পারেন পছন্দের ক্রিম ব্লাশ! অল্প লিপস্টিক নিন (লিকুইড লিপস্টিক হলে ভালো হয়) তাতে অল্প বিবি ক্রিম মেশান। এবার গালে পরে নিন। স্বাভাবিক, স্নিগ্ধ আভা পাবেন মুখে।
মেকআপ বিপর্যয় কাটাতে
সাজগোজ করার সময় হাত কেঁপে মাস্কারা গালে লেগে যেতে পারে, ঘেঁটে যেতে পারে লিপস্টিকও। পুরো মেকআপ না তুলেও এ সব ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন শুধু বিবি ক্রিমের দৌলতে। দাগটা অল্প ঘষে হালকা করে নিন, তার উপরে অল্প করে বিবি ক্রিম মেখে নিন। একদম নিখুঁত মসৃণ ফিনিশ পাবেন।