এই গরমে নিজেকে সাজিয়ে নিন আরামদায়ক সাজে
June 29, 2018

প্রতিদিনই কাজের তাগিদে ঘর থেকে বের হতে হয়। আর নিজেকে কিছুটা না গুছিয়ে তো আর কাজে যাওয়া যায় না। তবে গরমে বেশি মেইকআপ ব্যবহারও ঝক্কির। কারণ রোদের তাপ আর ঘামে মেইকআপ গলে পুরো মুখে ছড়িয়ে পরতে পারে।
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
প্রিয়াংকা চক্রবর্তী
আমি প্রিয়াংকা, ঘুড়তে যেতে আমার খুব ভাল লাগে। আমি সুযোগ পেলে প্রায়ই ভ্রমণ করি। নারী হিসেবে কেন আমি অদম্য থাকবো? নারী বলে আজ আমি নিজেকে আরো বিকোশিত করার সুযোগ পাচ্ছি।