পার্টি হোক বা বিয়ে বাড়ি যে কোনও অকেশনে গ্ল্যামারাস ও স্মার্ট লুক পেতে চাইলে স্মোকি আই মেক-আপ করতে পারেন। কিন্তু কী ভাবে করবেন এই আই মেক-আপ? পার্টিতে যাওয়ার আগে সহজেই স্মোকি আই মেক-আপ করার উপায় জানতে হলে দেখে নিন এই ভিডিয়োটি।
চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দামে ভালো আই প্রোডাক্ট অথবা বলতে পারেন নাম করা কস্মেটিক্স ব্র্যান্ড এর মত কাজ করে এমন কিছু ড্রাগস্টোর আই মেক-আপ সামগ্রী নিয়ে। বাংলাদেশে এখনও খুব ভালো কোন কস্মেটিক্স ব্র্যান্ড সেভাবে গড়ে উঠেনি বলে আমরা পুরোপুরি বাইরের দেশের কস্মেটিক্সের উপর নির্ভরশীল।