বিবাহ বিচ্ছেদের কথা জানালেন মডেল ও অভিনেত্রী তাসনুভা তিশা

চার বছর না যেতেই বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মডেল ও অভিনেত্রী তাসনুভা তিশা। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন ফারজানুল হককে। আনুশ নামের তাদের একটি ছেলেও আছে। চলতি বছরের শুরুতে এ জুটির বিচ্ছেদ হয়ে গেছে।আনুশ নামে এ জুটির একটি ছেলেও রয়েছে। বৃহস্পতিবার ফেসবুকে বিয়ে বিচ্ছেেদের বিষয়টি জানান তিশা। বৃহস্পতিবার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে নিজের ঘর ভাঙার বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
স্ট্যাটাসে তিশা লিখেছেন, ‘অনেকেই আমার কাছে জানতে চেয়েছে, এই ইদে এত কম কাজ কেন করেছি। তো সবাইকে আমি কিছু সত্য কথা জানাতে চাই। গত ফেব্রুয়ারিতে আইনগতভাবে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। গত ছয় মাস আমি প্রচন্ড মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। কয়েকমাস আগে আমি অসুস্থ হয়ে পড়ি, হাসপাতালে ভর্তি হই। এ অবস্থার জন্যই ঈদে বেশি কাজ করতে পারিনি। কারও সঙ্গে যোগাযোগও করতে পারিনি।’
অভিনেত্রী আরও লিখেন, ‘আমার এই দুরাবস্থাকে একেক জন একেকভাবে চিন্তা করে নিজেদের মতো করে ব্যাখ্যা করেছেন। আমাদের ডিভোর্সের কারণ একেবারেই নিজস্ব কিছু ইস্যু। এখন আমি নতুন করে ভালোভাবে কাজ শুরু করতে চাই। আমার ছেলে আনুশ যেন তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করব। ইন শা আল্লাহ, পরবর্তী ঈদে ভালো ভালো কাজ আপনাদের দিতে পারব। সবাই দোয়া করবেন।’