Now Reading
বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দীপিকা পাড়ুকোন

বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দীপিকা পাড়ুকোন

চলতি বছরের নভেম্বরে নাকি রণবীর সিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন দীপিকা পাডুকন। বেশ কিছুদিন ধরেই বলিউডে শুরু হয়েছে এমন গুঞ্জন। বিষয়টি নিয়ে রণবীর বা দীপিকা কোনও মন্তব্য না করলেও, গুঞ্জন অব্যাহত। তবে এবার বিয়ের সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীপিকা।

তিনি বলেন, তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু, মানুষের চিন্তাভাবনাকে তিনি কোনওভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন না। তবে তাঁর বাবা-মা তাঁর কাছে ‘রোল মডেল’। তাঁরা যেভাবে বিয়ের পর থেকে সংসার সামলে তাঁদের দুই বোনকে বড় করে তুলেছেন, তাঁদের মত করেই সংসার সামলাতে চান বলেও জানিয়েছেন দিপ্পি। পাশাপাশি, ভবিষ্যতে তিনি নিজের সন্তান চান বলেও খোলাখুলি জানিয়েছেন দীপিকা।

এদিকে দীপিকা যখন বিয়ে নিয়ে খোলাখুলি মন্তব্য করছেন, তখন আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যেন আবারও পর্দা টেনে দেন রণবীর কাপুর। তিনি বলেন, আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যেন কখনওই ‘তামাশা’ কিংবা ‘ঠাট্টা’ না করা হয়। ব্যক্তিগত জীবনকে তিনি সব সময় পর্দায় আড়ালে রাখতে চাইছেন বলেও জানান ঋষি-পুত্র।

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top