Now Reading
বেবি পাউডারের অসাধারণ কিছু ব্যবহার

বেবি পাউডারের অসাধারণ কিছু ব্যবহার

অনেক ছোট কাল থেকে আমরা সবাই কমবেশী বেবি পাউডার ব্যবহার করি। সাধারনত বেবি পাউডার হওয়াতে আমরা বড় মানুষেরা ব্যবহার করি না। কিন্ত অনেক ক্ষেত্রে দেখা যায় কমবেশী বেবি পাউডার রয়ে যায়। তাই চলুন দেখি বেবী পাউডার কিছু অসাধারণ ব্যবহার:

  • গোসল করার ঝামেলায় না গিয়ে চুলকে সুগন্ধি আর সুন্দর করতে চাইলে বেবি পাউডার চিরুনিতে লাগিয়ে চুল আঁচড়ে নিতে পারেন। তারপর দেখুন চুল থেকে সুগন্ধের পাশাপাশি চুল সেট হয়েও যাবে সুন্দর করে।
  • ব্রণের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন বেবি পাউডার মাস্ক। পরিমাণ মতো পানিতে বেবি পাউডার মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। ত্রিশ মিনিট পর পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। নিয়মিত ব্যবহারে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।
  • চেইন জাতীয় নেকলেসে মাঝেমাঝেই প্যাঁচ লাগে আর তা খুলতে গিয়ে অনেকসময় চেইনটা ছিঁড়েও যায়। এই সমস্যায় পড়লে, চেইনের প্যাঁচে সামান্য বেবি পাউডার দিয়ে তারপর খোলার চেষ্টা করুন। দেখবেন, খুব সহজেই খুলে গেছে।
  • জামাকাপড়ে তেল লাগলে সেখানে বেবি পাউডার লাগিয়ে নিলে পাউডার তেল শুষে নেয়। এভাবে পুরো তেল না উঠা পর্যন্ত পাউডার লাগাতে হবে। তারপর দেখুন চমক।
  • বেশিদিন এক জায়গায় বা বর্ষায় বইয়ের ভেতর শ্যাওলা জমে বই নষ্ট করতে না চাইলে লাগিয়ে নেয়া যায় বেবি পাউডার। এতে করে বই থাকে অনেকদিন পর্যন্ত তরতাজা। পাউডার লাগিয়ে রোদে দিতে পারলে আরো ভাল হয়।
  • হাতে গ্লাভস পরতে বেশ সময় লাগে। কিন্তু গ্লাভস পরার আগে হাতে সামান্য বেবি পাউডার মেখে তারপর গ্লাভস পরুন। দেখবেন খুব সহজেই গ্লাভস পরতে পারবেন।
  • পিঁপড়া জ্বালায়? তাহলে আপনার জন্যই বেবি পাউডার, পিঁপড়ার চলাচল পথে সামান্য পাউডার ছিটিয়ে রাখলে পিঁপড়ার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
  • প্রায় প্রতিদিন একই জুতা ব্যবহারে জুতা থেকে তীব্র কটু গন্ধ আসে, যা নিজের কাছেই বিরক্তিকর লাগে। এই সমস্যার সমাধান হিসেবে বেবি পাউডার দিয়ে দিন জুতার ভেতর। রাতে দিয়ে রাখলে সকালেই দুর্গন্ধ উধাও।
  • ছোট ছোট কিছু বিষয় জানা থাকলে জীবনটা যেমন সহজ হয় তেমনি থাকা যায় আরামেও। ভাল থাকুন, সুন্দর থাকুন।
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Scroll To Top