জেনে নিন কিভাবে তুলবেন কাপড়ের কঠিন দাগ

সাদা পোশাকে দাগ লেগেছে? অন্যকারো সাথে কথা বলার সময় হঠাৎ কাপড়ে পড়েছে ঘন কপি, চা বা কেচাপ। কাপড়ের দাগ তুলতে হয়তো কাপড়টা নষ্ট করে ফেলেন অনেক। পোশাকে দাগ তোলার অনেক পদ্ধতি রয়েছে। ফেমিনাইরার আজকের এই পোস্টটিতে জানতে পারবেন কঠিন দাগ কিভাবে সহজেই তুলতে হয়।
কফির দাগ তোলার সহজ পদ্ধতি
প্রথমে সাদা ভিনেগারে তুলো ভিজিয়ে দাগের উপর লাগিয়ে নিন। এবার তার উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর দেখবেন কাপড় বেকিং সোডা শুষে নিয়েছে। এরপর টুথব্রাশে আবার ভিনেগার লাগিয়ে দাগের উপর ঘষতে থাকুন। লক্ষ করে দেখুন দাগ আস্তে আস্তে উঠে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ ঘষলে দাগ উঠে যাবে। এরপর পুরো জামা পানিতে ধুয়ে নিন।
তেলের দাগ তোলার সহজ পদ্ধতি
পোশাকে তেলের দাগ পড়লে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। দাগ তুলতে যেয়ে অনেকে আবার কাপড়টাই নষ্ট করে ফেলেন। যা হোক তেলের দাগ তুলতে প্রথমে দাগ পড়া স্থানে বেবি পাউডার ছড়িয়ে দিন। এরপর টুথব্রাশ দিয়ে ঘষে নিয়ে ডিশ সাবান লাগান। অথবা আরো কিছু সময় টুথব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলুন দাগ।
গ্রিজের দাগ তোলার সহজ পদ্ধতি
জামা কাপড়ে বা জিন্সের প্যান্টে গ্রিজের দাগ লাগলে তা সহজে উঠতে চায় না। আর পুরানো গ্রিজ লাগলে তো কথাই নেই। কালো দাগ দেখা যাবে দূর থেকে। গ্রিজের দাগ তুলতে দাগের উপর খানিকটা লবণ ছড়িয়ে রাখুন। কিছুটা শুষে নিলে হাত দিয়ে ঝেড়ে ফেলুন শুকনো লবণ। এরপর ধুয়ে ফেলুন কাপড়। দেখবেন দাগ আর নেই।
কেচাপের দাগ তোলার সহজ পদ্ধতি
পোশাকে কেচাপের দাগ পড়লে খুবই বিরক্তি লাগে। কেচাপের দাগ তুলতে প্রথমে সাদা ভিনিগারে তুলো ভিজিয়ে দাগের উপর লাগান। ভিনেগার টেনে নিলে ডিশ সাবান ঢেলে টুথব্রাশ দিয়ে ঘষে নিন। এবার জামা কেচে নিলেই উঠে যাবে দাগ।
What's Your Reaction?
আমি প্রিয়াংকা, ঘুড়তে যেতে আমার খুব ভাল লাগে। আমি সুযোগ পেলে প্রায়ই ভ্রমণ করি। নারী হিসেবে কেন আমি অদম্য থাকবো? নারী বলে আজ আমি নিজেকে আরো বিকোশিত করার সুযোগ পাচ্ছি।