Mithila
আমি পেশায় একজন ছাত্রী। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ অর্থনীতি বিভাগে ৪র্থ বর্ষে পড়াশোনা করছি। পড়াশোনারত অবস্থায় বিভিন্ন ছোট-বড় প্রতিষ্ঠানে কাজ করছি। আমার ইউনিভার্সিটিতে ছোট বাচ্চাদের সাহায্যের জন্য SMILING FACES নামক একটি সংঘের সাথে আছি, এছাড়া Model United Nation(MUN) এ কাজ করেছি। ইউনিভার্সিটির বাইরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ Liasion Officer পদে কাজ করেছি বিগত দু'বার। আপাতত নিজের আরো যোগ্যতা অর্জনের লক্ষ্যে ডিজিটাল ক্ষেত্রে মনোনিবেশ করছি।