হাসিনা আকতার নিগার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে ২০০৪ থেকে বাংলাদেশ সংবাদ'৭১ নামে গবেষনা, প্রকাশনা তথ্যচিত্র নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করে আসছি। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষনা মুলক বই এ লেখক ও সহ সম্পাদনার কাজ করেছি। উন্নয়ন মূলক বিষয় ও মুক্তিযুদ্ধ নিয়ে তথ্য চিত্রের স্ক্রীপ্ট ও পরিচালনা করি। এ ছাড়া উইমেন চ্যাপ্টার পূরব পশ্চিম, লন্ডন টাইমস নিউজ সহ বিভিন্ন পত্র পত্রিকা তে গল্প ফিচার ইস্যু ভিত্তিক লেখা লিখি।

5 Articles Published | Follow: