প্রিয়াংকা চক্রবর্তী
46 Articles0 Commentsআমি প্রিয়াংকা, ঘুড়তে যেতে আমার খুব ভাল লাগে। আমি সুযোগ পেলে প্রায়ই ভ্রমণ করি। নারী হিসেবে কেন আমি অদম্য থাকবো? নারী বলে আজ আমি নিজেকে আরো বিকোশিত করার সুযোগ পাচ্ছি।
সামিরা ইসলাম
43 Articles0 Commentsআমি সামিরা ইসলাম। ফেমিনাইরা-তে কন্ট্রিবিউটর হিসাবে কাজ করছি। আমার লেখা কিংবা প্রতিবেদন সম্পর্কে কোনও মতামত থাকলে আমার লেখার নিচে কমন্টে করতে পারনে।
হাসিনা আকতার নিগার
5 Articles0 Commentsঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে ২০০৪ থেকে বাংলাদেশ সংবাদ'৭১ নামে গবেষনা, প্রকাশনা তথ্যচিত্র নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করে আসছি। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষনা মুলক বই এ লেখক ও সহ সম্পাদনার কাজ করেছি। উন্নয়ন মূলক বিষয় ও মুক্তিযুদ্ধ নিয়ে তথ্য চিত্রের স্ক্রীপ্ট ও পরিচালনা করি। এ ছাড়া উইমেন চ্যাপ্টার পূরব পশ্চিম, লন্ডন টাইমস নিউজ সহ বিভিন্ন পত্র পত্রিকা তে গল্প ফিচার ইস্যু ভিত্তিক লেখা লিখি।