Authors

Farah

আমি ফারাহ। সৃজনশীল যেকোনো কাজই আমাকে আকর্ষণ করে, আর লেখালিখি তার মদ্ধে অন্যতম, কারণ লেখার মাদ্ধমে আমি আমার সৃজনশীলতার পূর্ণ প্রতিফলন ঘটাতে পারি। সেই সাথে, আমার প্রচেষ্টা থাকে পাঠকদের সন্তুষ্টির দিকে সর্বদা লক্ষ রাখার।

Kefayat Jahan Anika

আমি সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট এ কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি। আবৃত্তি সংসদ, ঢাকার সাথে আছি কবিতার রাজ্যে। এবং কৌতূহলের চাকায় চড়ে জগৎ জুড়ে বেড়াই ঘুরে!

Mithila

আমি পেশায় একজন ছাত্রী। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ অর্থনীতি বিভাগে ৪র্থ বর্ষে পড়াশোনা করছি। পড়াশোনারত অবস্থায় বিভিন্ন ছোট-বড় প্রতিষ্ঠানে কাজ করছি। আমার ইউনিভার্সিটিতে ছোট বাচ্চাদের সাহায্যের জন্য SMILING FACES নামক একটি সংঘের সাথে আছি, এছাড়া Model United Nation(MUN) এ কাজ করেছি। ইউনিভার্সিটির বাইরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ Liasion Officer পদে কাজ করেছি বিগত দু'বার। আপাতত নিজের আরো যোগ্যতা অর্জনের লক্ষ্যে ডিজিটাল ক্ষেত্রে মনোনিবেশ করছি।

প্রিয়াংকা চক্রবর্তী

আমি প্রিয়াংকা, ঘুড়তে যেতে আমার খুব ভাল লাগে। আমি সুযোগ পেলে প্রায়ই ভ্রমণ করি। নারী হিসেবে কেন আমি অদম্য থাকবো? নারী বলে আজ আমি নিজেকে আরো বিকোশিত করার সুযোগ পাচ্ছি।

Sadia Islam

সাদিয়া ইসলাম ফেমিনাইরা -এর একজন লেখক। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন।

সামিরা ইসলাম

আমি সামিরা ইসলাম। ফেমিনাইরা-তে কন্ট্রিবিউটর হিসাবে কাজ করছি। আমার লেখা কিংবা প্রতিবেদন সম্পর্কে কোনও মতামত থাকলে আমার লেখার নিচে কমন্টে করতে পারনে।

এডভোকেট সুলতানা মাহমুদ

আমি এডভোকেট সুলতানা মাহমুদ, কন্ট্রিবিউটর লেখক হিসাবে ফেমিনাইরা-তে লিখছি। নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধসমূহ আইন নিয়ে আমি কাজ করি। আপনি যদি নারী বিষয়ক কোনও আইন জানতে চান তাহলে আমাদেরকে ইমেইল করুন: [email protected] । আমরা আপনার বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো।

হাসিনা আকতার নিগার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে ২০০৪ থেকে বাংলাদেশ সংবাদ'৭১ নামে গবেষনা, প্রকাশনা তথ্যচিত্র নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করে আসছি। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষনা মুলক বই এ লেখক ও সহ সম্পাদনার কাজ করেছি। উন্নয়ন মূলক বিষয় ও মুক্তিযুদ্ধ নিয়ে তথ্য চিত্রের স্ক্রীপ্ট ও পরিচালনা করি। এ ছাড়া উইমেন চ্যাপ্টার পূরব পশ্চিম, লন্ডন টাইমস নিউজ সহ বিভিন্ন পত্র পত্রিকা তে গল্প ফিচার ইস্যু ভিত্তিক লেখা লিখি।