অনন্যা তুমি
অন্যনা তুমি – কিছু নারী রয়েছেন যারা অদম্য ও সমাজের মানুষের জন্য অনুপ্রেরণায় সিক্ত। নানা ক্ষেত্রে নারীরা অপ্রতিরোধ্য। ক্রীড়া, ফ্যাশন, বিনোদন, ব্যবসা ও প্রযুক্তিসহ সামাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা সফল নারীদের গল্প যা সবসময় বাঙালী নারীদের অনুপ্রাণিত করে, এমনসব সফল নারীদের নিয়ে ফেমিনাইরা-র অন্যন্যা তুমি।